Home /News /north-bengal /
Siliguri: হেলমেট না পরেই বাইকে, ট্র্যাফিক পুলিশের হাতে আটক ২ পুলিশকর্মী

Siliguri: হেলমেট না পরেই বাইকে, ট্র্যাফিক পুলিশের হাতে আটক ২ পুলিশকর্মী

ট্র‍্যাফিক পুলিশের হাতে আটক হলেন হেলমেটহীন দুই পুলিশকর্মী

  • Share this:

#শিলিগুড়ি ট্র‍্যাফিক পুলিশের হাতে আটক হলেন হেলমেটহীন দুই পুলিশকর্মী। সেফ ড্রাইভ, সেভ লাইফ। ঘটা করে রাজ্যজুড়েই এই কর্মসূচী চালিয়ে আসছে পুলিশ। নিয়ম ভঙ্গকারীদের এওয়া হচ্ছে কড়া শাস্তি, অথচ এবার সেই পুলিশই ভাঙলেন নিয়ম! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আগে কাওয়াখালিতে ট্র‍্যাফিক সচেতনতায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পথে নেমেছিল। ওইসময় দেখা যায় দুই পুলিশ কর্মী বিনা হেলমেটে স্কুটি চালিয়ে আসছেন। নজরে পড়ে কর্তব্যরত ট্র‍্যাফিক কর্মীদের। ২ পুলিশকে আটকে জিজ্ঞাসাবাদের পর জরিমানা করা হয়।

অন্যদিকে, উত্তরবঙ্গ জুড়ে অ্যাসিড পোকা আতঙ্ক! কামড়ালেই পুড়ছে ত্বক, এ বার ধূপগুড়িতেও পরিস্থিতি ভয়াবহ। এত দিন সিকিমের বহু এলাকায় এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অ্যাসিড পোকার আক্রমণে অসুস্থ বহু মানুষের চিকিৎসা করাতে হয়েছে। সেই সব এলাকায় দেখা মিললেও এত দিন অন্যত্র ছিল না এই পোকার আক্রমণ। কিন্তু এবার দেখা মিললো ধূপগুড়ি পৌরসভা ৭নং ওয়ার্ডের সিনেমাহল পাড়ায়। এমনই মনে করছে অসুস্থ যুবকের পরিবার। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্ঘ্য রায়ের ঘাড়ে এবং চোখের নিচে ঠিক একইরকম ঘা এবং ছোট ছোট গোটা লক্ষ্য করা গিয়েছে, যাকে ঘিরে অ্যাসিড পোকার আক্রমণের আতঙ্ক ছড়িয়েছে।

Partha Pratim Sarkar
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Siliguri

পরবর্তী খবর