Siliguri News: শখের পাখি কিনতে বেরনোই কাল হল! রহস্যজনকভাবে নিখোঁজ ১৫ বছরের কিশোর, ভেঙে পড়েছেন বাবা-মা

Last Updated:

Siliguri News: ছেলে কোথায় গেল, তাঁর সঙ্গে কোনও অঘটন ঘটেছে কিনা এই নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন জয়ের পরিবারের সদস্যরা। মানসিকভাবে ভেঙে পড়েছেন নিখোঁজ কিশোরের বাবা-মা।

নিখোঁজ কিশোর জয় শাহ
নিখোঁজ কিশোর জয় শাহ
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ শখের পাখি কেনার আনন্দই এক কিশোরের পরিবারের কাছে কাল হয়ে দাঁড়াল। পাখি কিনতে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ১৫ বছর বয়সি জয় শাহ। বুধবার দুপুর থেকে তাঁর কোনও খোঁজ নেই, পরিবারের সদস্যেরা উদ্বেগে ভুগছেন।
বাড়ির লোকের দাবি, বুধবার দুপুরে প্রিয় পাখি কেনার কথা জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জয়। প্রথমে এক বন্ধুর বাড়িতে যায় সে। জানা যায়, দুই বন্ধু মিলে পাখি কিনতে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু টিউশনের সময় হয়ে যাওয়ায় ওই বন্ধু ঝংকার মোড় থেকে জয়কে একটি টোটোয় তুলে দেয়। এরপর থেকে ১৫ বছরের কিশোরের আর কোনও খোঁজ নেই।
advertisement
আরও পড়ুনঃ মেলা থেকে যাত্রাপালা! ৫০০ বছর পুরনো রাস উৎসব ঘিরে মানবাজারে উৎসবের মেজাজ, দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা
দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে জয়কে শেষবার ঝংকার মোড় এলাকায় টোটোয় উঠতে দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বেলা গড়িয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে পরিবার। হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত সবার কাছেই খবর নেওয়া হয়। তবুও কোনও সন্ধান মেলেনি।
advertisement
advertisement
অবশেষে রাতেই খালপাড়া টাউন আউটপোস্টে নিখোঁজের অভিযোগ দায়ের করেন জয়ের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। টোটোটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোথায় গেল জয়, তাঁর সঙ্গে কোনও অঘটন ঘটেছে কিনা এই নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। মানসিকভাবে ভেঙে পড়েছেন জয়ের বাবা-মা। পুলিশের এক কর্তা জানান, “আমরা নাবালকের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আশা করছি খুব শিগগিরই কিছু সূত্র হাতে আসবে।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: শখের পাখি কিনতে বেরনোই কাল হল! রহস্যজনকভাবে নিখোঁজ ১৫ বছরের কিশোর, ভেঙে পড়েছেন বাবা-মা
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement