Tourism: খরচ কমে অর্ধেক! বেড়ানোর প্ল্যান থাকলে এই সুযোগ পাবেন আপনিও, বিরাট খবরে চমকে দিল সিকিম
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Tourism: পর্যটকদের হয়রানি দূর করতে বড় পদক্ষেপ সিকিম সরকারের! গরমের ছুটির আগেই চালু হবে সিকিম অ্যাপ মিলবে বাজেট ফ্রেন্ডলি গাড়ি।
শিলিগুড়িঃ সিকিম যেতে হলে আর গুনতে হবে না অতিরিক্ত গাড়ি ভাড়া। সিকিমে যেতে গিয়ে গাড়িভাড়া ও গাড়ি নিয়ে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের তবে একাধিকবার অভিযোগ করলেও সমস্যার কোন সুরাহা হয়নি। তবে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গরমের ছুটির আগেই বাজেট ফ্রেন্ডলি ট্যুরে পর্যটকদের স্বস্তি দিতে কমানো হল শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী গাড়ির ভাড়া। বর্তমানে পর্যটকদের কাছে এক অন্যতম গন্তব্য সিকিম। নর্থ সিকিমের গুরুডংমার থেকে শুরু করে ইয়ুমথাং ভ্যালি, ছাঙ্গু লেক, বাবা মন্দির রাভাংলা, জুলুক, পেলিং-সহ বিভিন্ন জায়গা পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে। সেই অর্থেই পর্যটকদের স্বস্তি দিতে গরমের ছুটির আগেই গ্যাংটক বা সিকিমের অন্য জায়গায় যাওয়ার জন্য সিকিম সরকার পরিচালিত অ্যাপ ক্যাব চালু হচ্ছে।
শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই সরাসরি এই ক্যাবে পৌঁছন সিকিমের গন্তব্যে। এ প্রসঙ্গে পর্যটন ব্যবসায়ী সৌরভ চক্রবর্তী জানান ডিজিটাল মাধ্যমে এই অ্যাপ ক্যাব চালু হলে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে বর্তমানে সবাই ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে অভ্যস্ত। এই অনলাইন অ্যাপ চালু হলে একমাত্র অসাধু ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন।
advertisement
আরও পড়ুনঃ ৫ টাকা খরচ, ১ মিনিটে ঝকঝকে পরিষ্কার রান্নাঘর-বাথরুমের কলের ট্যাপ! ছোট্ট ম্যাজিকে রুপোর মতো ঝকমকে
তবে সরকারকে ভাবা উচিত একটি গ্রুপ আসলে সে ক্ষেত্রে স্থানীয় গাড়িচালকদের খুব বেশি সমস্যা হবে না তবে এক দুজনের জন্য একটা গাড়ি বুক করলে সেক্ষেত্রে গাড়িচালকদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে। সমস্ত বিষয় ভেবে চিন্তে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সামার ভ্যাকেশন শুরু আগেই পাহাড়-সমতলে অ্যাপ ক্যাব চালুর সিদ্ধান্ত নিল সিকিমের পরিবহণ দফতর। ভাড়াও নির্দিষ্ট করে দিয়েছে সিকিম সরকার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ লেখা তো নয় যেন মুক্ত ঝরছে! বিশ্বের সবথেকে সুন্দর হাতের লেখা এই স্কুল ছাত্রীর, একবার দেখলে নিজের চোখকে বিশ্বাস হবে না
শুক্রবার সিকিম পরিবহণ দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে লাক্সারি গাড়িতে গ্যাংটক ও শিলিগুড়ির ক্ষেত্রে আপ-ডাউন মিলিয়ে ভাড়া নির্দিষ্ট করা হয়েছে এক হাজার টাকা। সিকিমের এই সিদ্ধান্তে পর্যটক মহলে স্বস্তির হাওয়া নিয়ে এলেও চিন্তায় পড়েছেন সমতলের গাড়িচালক, পরিবহণ ব্যবসায়ীরা। মার্চথেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবেবলে ঘোষণা করেছে সিকিম প্রশাসন। গ্যাংটক থেকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি পর্যন্ত শেয়ারে গাড়ি বুকিং করতে পারবেন পর্যটকরা। আবার সিকিমের যেকোনো জায়গা থেকে ফেরার পথেও গাড়ি ভাড়া করতে সিকিম সরকারের এই অ্যাপ সার্ভিসের সুবিধা নেওয়া যাবে।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 4:33 PM IST