Sikkim Flash Flood: ভেসে আসছে দেহ, গৃহহীন অগণিত, নেই পরার মত জামা! উত্তরের সকালটা আজ কেমন?

Last Updated:

Sikkim Flash Flood: এখনও তিস্তা নদীর ঘোলা জলে ভেসে আসছে দেহ, চটি, জামাকাপড়, বাসনপত্র, গবাদি পশু থেকে রান্নার গ্যাসের আধভর্তি সিলিন্ডার। বাসস্থান হারিয়েছেন একাধিক মানুষ।

ভেসে আসছে দেহ, গৃহহীন অগণিত, নেই পরার মত জামা!
ভেসে আসছে দেহ, গৃহহীন অগণিত, নেই পরার মত জামা!
কালিম্পংঃ মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে তুমুল বিপর্যস্ত সিকিম। উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে তিস্তা নদী প্লাবিত হয়েছে। এখনও তিস্তা নদীর ঘোলা জলে ভেসে আসছে দেহ, চটি, জামাকাপড়, বাসনপত্র, গবাদি পশু থেকে রান্নার গ্যাসের আধভর্তি সিলিন্ডার। বাসস্থান হারিয়েছেন একাধিক মানুষ। সিকিমে প্রবল ক্ষয়ক্ষতির পরে সমতলে বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তার দু’ধারে। গতকাল, রাত পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ সূত্রের খবর, নিখোঁজ ১০০ জনেরও বেশি, আহত প্রায় ২৬ জন।
বুধবার ভোর হওয়ার আগে হড়পা বানে ভয়ঙ্কর হয়ে ওঠে তিস্তা। এখনও কালকে সকালের কথা ভেবে আঁতকে ওঠছে এলাকাবাসী। তিস্তার পাশে দেওগ্রাম এলাকার বাসিন্দা সরস্বতী গুপ্তা, ডাবলু বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গতকালের, বন‍্যা তাঁর ল্যাপটপ বইপত্র সবকিছু কেড়ে নিয়েছে। তাঁর দুই দাদা, বৌদির, সমস্ত সার্টিফিকেট জলের নিচে। ভেসে গেছে জামাকাঁপড়। নতুন জামা কাপড় কিনে পড়ছেন তাঁরা। অন্যের বাড়িতে খেতে হচ্ছে। সরকারি সাহায্যের আশায় রয়েছে গোটা পরিবার।
advertisement
advertisement
বানভাসি হয় সিকিমের বিস্তীর্ণ এলাকা৷ ভাঙে কংক্রিটের ব্রিজ৷ ধসে যায় জাতীয় সড়ক৷ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারেজের উপরেও এসেছে পড়েছে জলের বিপুল চাপ৷ যার জেরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার রাজ্যের সেচমন্ত্রী এবং সেচসচিব উত্তরবঙ্গে আসছেন।
advertisement
তিস্তার জলে গজলডোবা ব্যারেজে ভেসে আসছে জীবজন্তু, গাড়ি, সিন্দুক, গ্যাস সিলিন্ডার। সেইসব জিনিস উদ্ধার করতে ব্যস্ত মানুষজন। গজোলডোবা ব্যারেজে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল গজলডোবা ব্যারেজে ভেসে আসল মহিলার অর্ধকাটা মৃতদেহ। ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Flash Flood: ভেসে আসছে দেহ, গৃহহীন অগণিত, নেই পরার মত জামা! উত্তরের সকালটা আজ কেমন?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement