এই পথে গাড়ি চলবে না আর! ১০ নম্বর জাতীয় সড়কে নিষেধাজ্ঞা, বন্ধ হচ্ছে বাংলা-সিকিম 'লাইফ লাইন'!

Last Updated:

কালিম্পংয়ে ভারী বর্ষণে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়কে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে কত দিন?

News18
News18
কালিম্পং : শুধু ভারী যানবাহনই নয়, সব ধরনের গাড়ি চলাচলের উপরই কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আজ, সোমবার রাত ৮টা থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। ফলে বন্ধ হয়ে যাচ্ছে বাংলা-সিকিম সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, ১০ নম্বর জাতীয় সড়ক—যা দুই রাজ্যের মধ্যে কার্যত ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ই আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সড়ক দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করা যাবে না। ইতিমধ্যেই প্রবল বর্ষণে একাধিক জায়গায় ধস নেমেছে, যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক যাতায়াত। বিশেষ করে, জাতীয় সড়কের বড় একটি অংশ ধসে সরাসরি তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
advertisement
advertisement
এমন অবস্থায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই নির্দেশিকা জারি করেছে **ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)**। সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত যাত্রী ও পণ্য পরিবহনের জন্য বিকল্প রুট ব্যবহার করতে হবে।
advertisement
প্রশাসন ইতিমধ্যেই বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করছে, তবে তা মূল রাস্তায় তুলনায় অনেকটাই দীর্ঘ ও সময়সাপেক্ষ হবে বলে জানা গেছে। এর ফলে বাংলা ও সিকিমের মধ্যে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহনেও বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
Generated image
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এই পথে গাড়ি চলবে না আর! ১০ নম্বর জাতীয় সড়কে নিষেধাজ্ঞা, বন্ধ হচ্ছে বাংলা-সিকিম 'লাইফ লাইন'!
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement