Malda Sh*ootout: ফের শ্যু*টআউট মালদহে! রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ টোটো চালক
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Malda Sh*ootout: ফের উত্তপ্ত মালদহের কালিয়াচকের মোজমপুর। দুই গোষ্ঠীর মধ্যে গুলিবর্ষণ সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চালক। টোটোতে করে আম নিয়ে কালিয়াচকের দিকে যাওয়ার পথে মোজামপুর স্ট্যান্ডে রাজ্য সড়কের উপর সংঘর্ষের ঘটনায় গুলি লাগে।
মালদহ: ফের শ্যু*ট আউট মালদহে। রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ এক টোটো চালক। মালদহের কালিয়াচক থানার মোজমপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, রবিবার রাতে সেই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় টোটোতে করে আম নিয়ে যাচ্ছিল কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার এক টোটো চালক আমির শেখ। ঠিক তখনই দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়। ঘটনায় গুলি লাগে টোটো চালক আমির শেখকে। গুলিবিদ্ধ অবস্থায় সে ফোন করে বাড়িতে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান সিলামপুর গ্রামীন হাসপাতালে এরপর সেখান থেকে রেফার করা হলে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ বাড়ি কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়। গতকাল রাতে আমির শেখ আম নিয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় মোজমপুর স্ট্যান্ডে রাজ্য সড়কের উপরে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তারই মধ্যে পড়ে যায় আমির। আচমকাই সামনে থেকে ধেয়ে আসে একটি গুলি, সেই গুলি লাগে তার একেবারে বুকে, সেখানেই লুটিয়ে পড়ে সে।
advertisement
আরও পড়ুনঃ ‘কেউ কফিন খুলবেন না…’, আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের যাত্রীদের দেহাংশ পৌঁছচ্ছে বাড়ি বাড়ি! কিন্তু কেন কফিন না খোলার নির্দেশ?
ঘটনায় গুলিবিদ্ধ শেখ আমিরের বাবা নজরুল শেখ জানিয়েছেন, “গুলিবিদ্ধ অবস্থাতেই আমির ফোন মারফত ঘটনার সম্পর্কে জানায়। এরপর তড়িঘড়ি বাড়ির লোকেরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রেফার করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছেন।”
advertisement
advertisement
ভাইপো সাহিল শেখ জানান, “কাকার পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সেই পরিবারে একমাত্র রোজগারের ভরসা। যে বা যারা তাকে গুলি করেছে, আমরা তাদের শাস্তি দাবি করছি।” তবে এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তির বাবা কালিয়াচক থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 16, 2025 12:44 PM IST









