Lightning Death: বিনা মেঘে বজ্রপাত! পরিষ্কার আকাশ থেকে বাজ পড়ে বেঘোরে প্রাণ গেল মেষপালকের

Last Updated:

Lightning Death: মেঘহীন আকাশ থেকে বাজ পড়ে জলপাইগুড়ি সংলগ্ন ডুয়ার্সের গুরজং চা বাগান এলাকায় মৃত্যু হল মেষপালক বিষ্ণু নায়েকের

জলপাইগুড়ি: প্রকৃতির খামখেয়ালিপনার কাছে মানুষ বড়ই অসহায়। আবারও একবার সেটা প্রমাণিত হয়ে গেল। এবার বিনা মেঘে বজ্রপাতে বেঘোরে প্রাণ গেল এক মেষপালকের। আকাশে মেঘ নেই, বৃষ্টি হচ্ছে না। তাও বাজ পড়ে এমন মর্মান্তিক পরিণতি যে কারোর হতে পারে সেটা বেশিরভাগেরই ধারণার বাইরে ছিল।
উত্তরবঙ্গে প্রকৃতির খামখেয়ালিপনার নতুন নয়। গত কয়েকদিন গরম ক্রমশই বাড়ছে। তীব্র গরমে হাঁসফাস অবস্থা সাধারণ মানুষের। বৃহস্পতিবার সকাল থেকেও রোদের প্রখর তাপে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় জলপাইগুড়িবাসীর। তবে আচমকাই একবার ঝড়ো হাওয়া শুরু হয়। তাতে কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফের রোদ ওঠে। ফলে আবারও অস্বস্তি ফিরে আসে। এরই মাঝে মেঘহীন আকাশ থেকে বাজ পড়ে জলপাইগুড়ি সংলগ্ন ডুয়ার্সের গুরজং চা বাগান এলাকায় মৃত্যু হল এক মেষপালকের।
advertisement
advertisement
আচমকা এই ঘটনায় হতবিহ্বল হয়ে গিয়েছে গুরজং ঝোড়া চা বাগানের কর্মচারী ও শ্রমিক পরিবারগুলো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চড়া রোদের পর দুপুরের দিকে ঝোড়ো হাওয়া শুরু হয় এই চা বাগান সংলগ্ন এলাকায়। সেই সময়ে মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের গুরজং ঝোড়া চা বাগানের মন্দির লাইনের বাসিন্দা বিষ্ণু নায়েক। তবে বৃষ্টি পড়ছিল না। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আচমকাই বজ্রপাত হয়। তার আঘাতে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন বিষ্ণু। গ্রামবাসীরা তড়িঘড়ি ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বিষ্ণু নায়ককে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lightning Death: বিনা মেঘে বজ্রপাত! পরিষ্কার আকাশ থেকে বাজ পড়ে বেঘোরে প্রাণ গেল মেষপালকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement