Jute Industry: পাটের তৈরি জিনিস বানিয়ে স্বনির্ভর মহিলারা! মাসে মাসে ভাল আয়ের দিশা দেখাচ্ছে জুট

Last Updated:

Jute Industry: উৎসাহ ও উন্নত প্রশিক্ষণ পেয়ে বিভিন্ন এলাকার শিল্পীরা বর্তমানে আরও নতুন নতুন সামগ্রী তৈরি করছেন। আর পরিবেশবান্ধব হওয়ার কারণে আবার নতুন করে চাহিদা বেড়েছে পাটের নানা সামগ্রীর।

+
পাটের

পাটের তৈরি সামগ্রী 

শিলিগুড়ি: হারিয়ে যাওয়া পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে পাট দিয়ে নানা সামগ্রী বানিয়ে স্বনির্ভর মহিলারা। নিজের হাতে পাট দিয়ে নানারকম জিনিস তৈরি করে বিভিন্ন বাজারে মেলাতে বিক্রি করছে। এদিয়ে চালাচ্ছে তাঁদের সংসার। একসময় বাংলায় পাটের সামগ্রী উৎপাদনের চল থাকলেও আজ তা মাত্র কয়েকটি জেলার কয়েকটি মাত্র এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। পাটের সুতো বের করে তা দিয়ে নানা ডিজাইনের রঙিন, সুদৃশ্য সামগ্রী তৈরি করছেন।
একসময় এই শিল্পের আয়তন বিশাল থাকলেও চাহিদা হ্রাসের কারণে প্রাচীন ঐতিহ্যবাহী এই শিল্প ক্রমহ্রাসমান হয়ে পড়েছে। তবে বংশ পরম্পরা মেনে আজও অনেকে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন এলাকায় মহিলারা পাট থেকে সুতো বের করে এই শিল্পের কাজ করেন। এই কাজে উপার্জন কম ও পরিশ্রম বেশি। তাও অর্থের জন্য নানান কাজের ফাঁকে বহু মহিলা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। পাটের সুতো থেকে বিছানার চাদর, টেবিল ক্লথ, পাটের ব্যাগ, কভার ফাইল, বাস্কেট, মোবাইলের খাপ, জুতো, পাপোস, পাটের শৌখিন গহনা, পাটের কার্পেট, শতরঞ্চি ও ঘর সাজানোর নানা সামগ্রী তৈরি হয়।
advertisement
advertisement
উৎসাহ ও উন্নত প্রশিক্ষণ পেয়ে বিভিন্ন এলাকার শিল্পীরা বর্তমানে আরও নতুন নতুন সামগ্রী তৈরি করছেন। আর পরিবেশবান্ধব হওয়ার কারণে আবার নতুন করে চাহিদা বেড়েছে পাটের নানা সামগ্রীর।
পাট শিল্পী রিনা খাতুন বলেন, ”২০০৮ সালে আমরা ভোকেশনাল ট্রেনিং কোর্সের মাধ্যমে এই পাটের তৈরি জিনিসের কাজ শিখেছি। তারপর নিজেরাই পাটের সুতো দিয়ে বিনো নিয়ে গেঁথে এই কাজ করছি। দেশের পাশাপাশি জুটের তৈরি এইসব জিনিসের চাহিদা আছে বিদেশের বাজারে‌ও। এই মুহূর্তে নতুন ট্রেন্ড হল জুটের জিনিস। আমরা বিগত ১৫ বছর ধরে এই কাজ করছি। এখন এই কাজের প্রশিক্ষণও আমরা দিয়ে থাকি।”
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jute Industry: পাটের তৈরি জিনিস বানিয়ে স্বনির্ভর মহিলারা! মাসে মাসে ভাল আয়ের দিশা দেখাচ্ছে জুট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement