Accident: পথ দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র চন্দ্রকোনা
- Published by:Uddalak B
Last Updated:
Accident: এলাকার মানুষদের দাবি, গুরুত্বপূর্ণ এলাকা রাজ্য সড়কের ধারে স্কুল, কিন্তু ছিল না কোনও বাম্পার, নেই পুলিশি ব্যারিকেড, আর এর ফলেই ঘটেছে দুর্ঘটনা।
#চন্দ্রকোনা: পথ দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গোপসাই এলাকায়, রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ স্থানীয়দের, দুর্ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে। এলাকার মানুষের অভিযোগ স্কুল ছাত্রের মৃত্যুর কারণ স্কুল শিক্ষকদের গাফিলতি ও পুলিশি নিষ্ক্রিয়তার। জানা যায়, এ দিন দুপুর নাগাদ স্কুল চলাকালীন হঠাৎ স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র শুভজিৎ স্কুলের বাইরে বেরিয়ে আসে। স্কুলের পাশে রাজ্য সড়ক। সেই রাজ্য সড়ক দিয়ে দ্রুত বেগে ছুটছিল বালি বোঝাই ট্রাক আর সেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে শুভজিতের। এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন।
এলাকার মানুষদের দাবি, গুরুত্বপূর্ণ এলাকা রাজ্য সড়কের ধারে স্কুল, কিন্তু ছিল না কোনও বাম্পার, নেই পুলিশি ব্যারিকেড, আর এর ফলেই ঘটেছে দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ হঠাৎই তুলে নিয়ে চলে যায় আর এতে দেখা দেয় চরম ক্ষোভ তৈরি হয়েছে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। এলাকার মানুষদের অভিযোগে ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।
advertisement
advertisement
স্কুলছাত্রের মৃত্যু ঘিরে শিক্ষিকা-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার্স আহত হয়েছেন। স্কুলছাত্রের দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র চন্দ্রকোনায়। গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখেন এলাকাবাসী। বিক্ষোভকারীদের হাতে আহত বেশ কয়েকজন পুলিশকর্মী-সহ এক শিক্ষিকা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী-সহ কয়েকটি থানার পুলিশ আধিকারিকরা।
advertisement
Sukanta Chakroborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2022 6:57 PM IST