Rupa Ganguly on Rampurhat Violence: রাজ্যসভায় অঝোর কান্না রূপা গঙ্গোপাধ্যায়ের! কারণ শুনে কটাক্ষ তৃণমূলের

Last Updated:

Rupa Ganguly on Rampurhat Violence: শুক্রবার রাজ্যসভায় বগটুইয়ের নৃশংস ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ভাসালেন রূপা গঙ্গোপাধ্যায়।

কাঁদছেন রূপা
কাঁদছেন রূপা
#নয়াদিল্লি: রামপুরহাটের (Rampurhat Violence) বগটুই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙও। ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে রাজ্যের শাসক ও বিরোধীদের মধ্যে। এই অবস্থায় এবার রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। বিজেপি অবশ্য দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে।
শুক্রবার রাজ্যসভায় বগটুইয়ের নৃশংস ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ভাসালেন রূপা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এ প্রসঙ্গে তিনি আনিস খান এবং ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার কথাও তুলে ধরেন।
কাঁদতে কাঁদতে রাজ্যসভায় রূপা বলেন, "আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে রীতিমতো গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা-বয়স্ক সবাই চলে যাচ্ছে রাজ্য ছেড়ে। পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে।" বিজেপি সাংসদের সংযোজন, "পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। এখানকার মানুষেরও বেঁচে থাকার অধিকার আছে। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা তো অপরাধ নয়। কিন্তু এখানে মানুষের বেঁচে থাকা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে।"
advertisement
advertisement
রাজ্যসভার বিজেপি সাংসদের আরও সংযোজন, ''বগটুইতে পুড়িয়ে মারা হয়েছে এতগুলো মানুষকে। কেউ স্বাভাবিক ভাবে মারা যাননি। ওখানে বেআইনি অস্ত্র ছিল। ফরেন্সিক রিপোর্টে জানতে পারা গিয়েছে, মৃতদের হাত-পা বেঁধে পুড়িয়ে মারা হয়েছে।'' রূপা যখন রাজ্যসভায় কাঁদছেন, তখন লোকসভায় বগটুই কাণ্ড নিয়ে সরব হন আরেক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনিও তীব্র আক্রমণ করেন পশ্চিমবঙ্গের সরকারকে।
advertisement
এদিকে, বিজেপি-র মহিলা সাংসদরা যখন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলছেন, যখন বিধানসভায় এদিন পালটা আক্রমণ শানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, ''সাংবিধানিক সংকট তৈরির জন্য উদগ্রীব বিজেপি। মুখ্যমন্ত্রী উন্নয়নের মাধ্যমে বাংলার চেহারা পাল্টে দিয়েছেন, আর বিজেপি সংকট তৈরির জন্য এহেন দাবি তুলছে।''
বাংলা খবর/ খবর/দেশ/
Rupa Ganguly on Rampurhat Violence: রাজ্যসভায় অঝোর কান্না রূপা গঙ্গোপাধ্যায়ের! কারণ শুনে কটাক্ষ তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement