Abhishek Chatterjee: স্ত্রী-মেয়ে নিয়ে ভরা সংসার, রবিতেও তুমুল আনন্দ, বুধেই সব শেষ! কী হল অভিষেক চট্টোপাধ্যায়ের?

Last Updated:

Abhishek Chatterjee: মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি তুলে দিতেন সোশ্যাল মিডিয়ায়। শেষ রবিবারও সকলের সঙ্গে মজার সময় কাটানোর ছবি দিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।

সারাজীবন লাইট, ক্যামেরা, অ্যাকশন এই তিন শব্দকে জীবনের মূলমন্ত্র বানিয়ে ফেলা অভিষেক চট্টোপাধ্যায় বুধবার রাতে এক রিয়্যালিটি শোয়ের শুটিং ফ্লোরেই অসুস্থবোধ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে,বাড়ি ফিরেও হাসপাতালে যেতে চাননি তিনি। রাত ১টা ৪০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায়।
সারাজীবন লাইট, ক্যামেরা, অ্যাকশন এই তিন শব্দকে জীবনের মূলমন্ত্র বানিয়ে ফেলা অভিষেক চট্টোপাধ্যায় বুধবার রাতে এক রিয়্যালিটি শোয়ের শুটিং ফ্লোরেই অসুস্থবোধ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে,বাড়ি ফিরেও হাসপাতালে যেতে চাননি তিনি। রাত ১টা ৪০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায়।
#কলকাতা: স্ত্রী, মেয়ে নিয়ে ভরা সংসার। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্তের ছবিতে ছয়লাপ। বোঝা যেত, মানুষটা পরিবার পাগল মানুষ। দীর্ঘ দিন ধরে সমস্যায় ভুগছিলেন পা নিয়ে। পা নাড়াতে পারতেন না। রক্তচলাচল স্বাভাবিক ছিল না। কিন্তু সেই সমস্যাকে বিশেষ আমোল দেননি কখনও। বুধবার পর্যন্তও চুটিয়ে কাজ করে গিয়েছেন। কিন্তু রাতেই ঘটল ছন্দপতন। অকালেই চলে গেলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)।
ধার্মিক মানুষ ছিলেন। ঈশ্বরের কাছে নত হতেন। সামনে লম্বা ছুটি নিয়েছিলেন সপরিবারে ঘুরতে যাবেন বলে। মেয়ে অন্ত প্রাণ ছিলেন। মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি তুলে দিতেন সোশ্যাল মিডিয়ায়। শেষ রবিবারও সকলের সঙ্গে মজার সময় কাটানোর ছবি দিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। সেই শেষ ছবি।
advertisement
advertisement
এককালে বাংলা সিনেমায় চুটিয়ে কাজ করা অভিষেক বিগত কয়েক বছর ধরে বাংলা সিরিয়ালে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। বুধবার একটি চ্যানেলের রিয়েলিটি শো-এর শুটিংয়ে যোগ দিয়েছিলেন। বারবার বমি হওয়ায় স্যালাইন দেওয়া হয় তাঁকে। তবে স্যালাইন জল খেয়েও শরীর ঠিক হয়নি। অসুস্থতার জন্য বাড়িতে চলে আসেন। ফ্লোরের লোকজনই তাঁকে বাড়িতে দিয়ে যান। কিন্তু রাতেই সব শেষ। রাত ১টা ৪০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও যেতে রাজি হননি অভিষেক।
advertisement
১৯৮৬ সালে ‘পথভোলা’ সিনেমা দিয়ে পথচলা শুরু হয়েছিল অভিষেক চট্টোপাধ্যায়ের। ২০২১ সালেও তিনটে সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি স্টার জলসায় খড়কুটো ধারাবাহিকে গুণগুণের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee: স্ত্রী-মেয়ে নিয়ে ভরা সংসার, রবিতেও তুমুল আনন্দ, বুধেই সব শেষ! কী হল অভিষেক চট্টোপাধ্যায়ের?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement