নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানালে উল্টে গেল স্কুল পুলকার

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানালে উল্টে গেল স্কুল পুলকার

  • Last Updated :
  • Share this:

    #শিলিগুড়ি: শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়া বোঝাই পুলকার পড়ে যায় তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানালে। তবে স্থানীয় চার কিশোরের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন পড়ুয়ারা ৷ ওই পুলকারে থাকা ১১ জন পড়ুয়াকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। পড়ুয়ারা সবাই দার্জিলিং পাবলিক স্কুলের ছাত্র। তাদের স্বাভাবিক অবস্থা আপাতত স্থিস্তিশীল ৷

    প্রত্যক্ষদর্শীদের মতে, পড়ুয়া বোঝাই পুলকারটি প্রচণ্ড জোরে চলায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ তীব্র গতিতে ক্যানালে পড়ে যায় গাড়িটি । ঘটনার পরই স্থানীয়রা ডুবে যাওয়া পুলকার থেকে পড়ুয়া ও চালককে উদ্ধার করে।

    অভিভাবকদের অভিযোগ, স্কুলের তরফে এই পুলকার ভাড়া করা হয়েছে। পুলকারের অবস্থা ভালো নয়। স্কুল কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। দার্জিলিং পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভেন্ডারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

    First published:

    Tags: Pool Car Accident, School Pool Car, Silliguri, Silliguri School Car Accident