TMC Sayantika Banerjee|| পাহাড়ি গ্রাম ঘুরে শুনলেন সমস্যা, সেলফি-ছবি তুলে ধীমালদের মন জয় সায়ন্তিকার
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sayantika Banerjee at North Bengal: নকশালবাড়ির ভারত নেপাল সীমান্ত লাগোয়া ছোটো গ্রাম ধীমাল বস্তি। যার এক পাশে নীল পাহাড় কার্শিয়ং। অন্য প্রান্তে নেপাল। চারপাশ শুধুই সবুজ।
#নকশালবাড়ি: উত্তরবঙ্গের লুপ্তপ্রায় জনজাতি গোষ্ঠী ধীমাল সম্প্রদায়। ওদের সংস্কৃতি ভিন্ন। দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে সেই ধীমালদের মন ছুঁয়ে গেলেন তৃণমূলের নায়িকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে নকশালবাড়িতে ধীমালদের গানের তালে নেচেছিলেন তিনি। ওই সময় তাঁদের সম্পর্কে নানা খুটিনাঁটি তথ্য জেনে নেন, যা তাঁর হৃদয় ছুঁয়ে যায়। মনস্থির করেছিলেন যাবেন ওঁদের গ্রামে। সেইমতো বৃহস্পতিবার ছুটে যান ধীমালদের গ্রামে।
নকশালবাড়ির ভারত নেপাল সীমান্ত লাগোয়া ছোটো গ্রাম ধীমাল বস্তি। যার এক পাশে নীল পাহাড় কার্শিয়ং। অন্য প্রান্তে নেপাল। চারপাশ শুধুই সবুজ। এহেন প্রাকৃতিক সৌন্দর্য্যে মোড়া গ্রামের প্রেমে পড়বেন না, হয় না কি! আর তাই আর অপেক্ষা নয়। মোবাইল হাতে নিয়েই একের পর এক প্রকৃতির অপরূপতা মোবাইল বন্দি করেন। সবুজে ঘেরা গ্রামে সেলফিও তুলে নেন। যেন কিছুতেই ফিরতে চাইছিল না মন। ঘোরার ফাঁকেই কোলে তুলে নেন এক ধীমাল শিশুকে।
advertisement
আরও পড়ুনঃ তাপসের বিস্ফোরক মন্তব্যের পর ফের বোমা ফাটালেন অনুপম! কী লিখলেন ফেসবুকে!
এ দিন সায়ন্তিকা কথা বলেন ধীমাল সম্প্রদায়ের মানুষের সঙ্গে। ধীমালদের প্রধান গর্জন মল্লিকের সঙ্গে কথা বলে জেনে নেন জনসংখ্যা কত, আর কোথায় কোথায় এই সম্প্রদায়ের বসবাস, পেশা, পোশাক, বাদ্যযন্ত্র, ভাষা, সংস্কৃতি সম্পর্কে। শুনেছেন যাবতীয় সমস্যার কথা। মুখ্যমন্ত্রীর কাছে বিষয়গুলি তুলে ধরবেন বলে আশ্বাস দেন টলিউডি অভিনেত্রী তথা তৃণমূলের সম্পাদিকা সায়ন্তিকা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কালীপুজো কাঁপাবেন 'ভাইরাল' মিলন কুমার, কোন শ্যামাসঙ্গীত গাইলেন তিনি!
সায়ন্তিকা বলেন, "ধীমালদের নিয়ে চলচ্চিত্র তৈরি করা হবে। ওদের সংস্কৃতি, গান, বাজনা সম্পূর্ণ অন্য ঘরানার। চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরলে অনেকেই তা জানবেন।" এ দিন স্থানীয় সন্তোষী মাতার মন্দিরে গিয়ে পুজো দেন সায়ন্তিকা। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুন ঘোষ, তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ।
advertisement
Partha Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2022 9:30 AM IST