Viral Milan Kumar|| কালীপুজো কাঁপাবেন 'ভাইরাল' মিলন কুমার, কোন শ্যামাসঙ্গীত গাইলেন তিনি!

Last Updated:

Milan Kumar recorded new song, Viral Video: দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন লোকাল ট্রেনের গায়ক মিলন কুমার। এ বার শ্যামা সংগীত নিয়ে হাজির মিলন কুমার। 

+
title=

#বর্ধমান: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মিলন কুমার পর পর ছক্কা হাঁকাচ্ছেন। একের পর এক গান রেকর্ডিং করছেন তিনি। ডাক আসছে নানা জায়গা থেকে। শুধু জেলার স্টুডিও নয় জেলার বাইরেও এমনকি কলকাতার স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। এভাবেই নিজের স্বপ্নেরলক্ষ্যে এগিয়ে যাচ্ছেন লোকাল ট্রেনের গায়ক মিলন কুমার।
চলতি বছরেই ভাইরাল হয়েছিলেন বর্ধমানের এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের বাসিন্দা মিলন কুমার। এরপর আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না তাকে। 'লোকাল ট্রেন' এই গান দিয়ে কর্যত নতুন জীবনে পা রেখেছিলেন তিনি। এরপর থেকে এখনও পর্যন্ত একাধিক গান গেয়েছেন। যে গানগুলির মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই তাঁকে পরিচিতি দিয়েছে।
আরও পড়ুনঃ তাপসের বিস্ফোরক মন্তব্যের পর ফের বোমা ফাটালেন অনুপম! কী লিখলেন ফেসবুকে!
এখন উৎসবের মরশুম। সম্প্রতি দুর্গাপুজো গিয়েছে, সেই সময়ে তাঁর গান সামনে এসেছিল। আর সামনেই আসছে কালীপুজো, তাই কালীপুজো নিয়েও গান গাইছেন মিলন কুমার। RS স্টুডিও তেই চলছে সেই গানের রেকর্ডিং। আর সেই গানের গীতিকার ও সুরকার কৃষ্ণেন্দু ভৌমিক।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, মিলন কুমার কখনও কোনও নামী গুরুর কাছে তালিম নেননি। তারপরেও তার গলায় অসাধারণ সুর ঝরে পড়ে। কে কে, কিশোর কুমার থেকে কুমার শানুদের দুর্দান্ত সব গান শোনা যায় তার কন্ঠে। ছোটবেলা থেকে বাবার কাছেই অল্প বিস্তর গান শিখেছিলেন তিনি। নিম্নবিত্ত পরিবারের হাল ধরার জন্য খুব ছোটবেলাতেই তাকে উপার্জনের রাস্তা খুঁজে নিতে হয়। তবে গানের মাধ্যমেই তিনি উপার্জন করতে শুরু করেন। লোকাল ট্রেনে গান শোনানোই তার পেশা হয়ে ওঠে। এরপর সেই লোকাল ট্রেনের গান গাইয়ে গাইতে হয়ে যান ভাইরাল। ব্যাস আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না মিলন কুমারকে।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Milan Kumar|| কালীপুজো কাঁপাবেন 'ভাইরাল' মিলন কুমার, কোন শ্যামাসঙ্গীত গাইলেন তিনি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement