হোম /খবর /উত্তরবঙ্গ /
পাশাপাশি দাঁড়ানো দুটি মোটরসাইকেলের রঙ, নম্বর প্লেট এক! অবাক পুলিশ

পাশাপাশি দাঁড়ানো দুটি মোটরসাইকেলের রঙ, নম্বর প্লেট এক! অবাক পুলিশ

মোটরসাইকেল জালিয়াতি

মোটরসাইকেল জালিয়াতি

Motorcycle: একই রঙ। একই নম্বর প্লেটের দুটি বাইক পাশাপাশি দাঁড়িয়ে। চাঞ্চল্য এলাকায়।

  • Share this:

জলপাইগুড়ি : এক রঙের একই নম্বর প্লেটের দুটি বাইককে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে।

ঘটনা প্রকাশ্যে আসে মঙ্গলবার। একটি বাইককে ফাইন করে ট্রাফিক পুলিশ। ফাইন বাবদ জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের তরফে এসএমএস আসে হরলাল সরকার নামে নিউ জলপাইগুড়ি থানা এলাকার বাসিন্দা ওই নম্বরের বাইকের মালিকের মোবাইলে।

আরও পড়ুন- রাত হলেই বাড়িতে ছুটে আসছে পাথর! ভয়ে কাঁটা বহু পরিবার! জলপাইগুড়িতে অলৌকিক ঘটনা!

এসএমএস দেখে হতবাক বাইকের মালিক। তাঁর কথায়, বেশ কিছুদিন ধরে তাঁর বাইক বাড়িতেই রয়েছে। অথচ কীভাবে পুলিশ ফাইল করল! তড়িঘড়ি তিনি রাজগঞ্জ থানায় যোগাযোগ করেন।

তাঁর বাইকের নম্বর প্লেট দেখে সন্দেহ হয় পুলিশের। এর পর তদন্তে নেমে ফাটাপুকুর এলাকায় যে বাইকটির নাম্বার প্লেটের ফটো তুলে চালান কাটা হয়েছিল, সেই সূত্র ধরে মোটর বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে রাজগঞ্জ থানার পুলিশ। তবে কি কোনও অসৎ উদ্দেশ্যে একই নাম্বার প্লেট নকল করে চালানো হচ্ছিল! উঠছে প্রশ্ন!

আরও পড়ুন- সিনেমায় নয়, সত্যি ‘বাড়ি থেকে পালিয়ে’, পুলিশ তারপর যা করল রইল ভিডিও

ঘটনায় তদন্ত চেয়ে মঙ্গলবার রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন হরলাল বাবু। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুরজিৎ দে

Published by:Suman Majumder
First published:

Tags: Motorcycle