শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এবার দেখা মিলবে বেঙ্গল টাইগারের

Last Updated:

আরও রয়্যাল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পর্যটকদের সামনে দেখা দেবে রয়্যাল বেঙ্গল টাইগার বেভান।

#শিলিগুড়ি: আরও রয়্যাল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পর্যটকদের সামনে দেখা দেবে রয়্যাল বেঙ্গল টাইগার বেভান। ২৫ নভেম্বর ওড়িশার নন্দনকানন থেকে আনা হয়  বাঘটিকে। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রায় ৫ মাস খাঁচাবন্দি করে রাখা হয়। এই নিয়ে সাফারি পার্কে রয়্যাল বেঙ্গলের সংখ্যা দাঁড়াল তিন।
ঝোপ-জঙ্গলের ফাঁকে লুকোচুরি। তার ইচ্ছে হলেই মিলছে দেখা। ইতি উতি দেখা দিয়ে আবার কখনও ঘাপটি.... রয়্যাল মেজাজে হলদে কালো ডোরাকাটা।
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের দেখা দিতে তৈরি বেভান। প্রস্তুতি চলছিল প্রায় পাঁচ মাস আগে থেকেই।
advertisement
২০১৭-র ২৫ নভেম্বর ওড়িশার নন্দন কানন থেকে আনা হয় রয়্যাল বেঙ্গল টাইগার বেভানকে।
এরপর পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য খাঁচাবন্দি করে রাখা হয় রয়্যাল বেঙ্গলকে। মঙ্গলবার সাফারি পার্কে ছাড়া হল বেভানকে।
advertisement
এক জঙ্গল... এক শের...
এতদিন সাফারি পার্ক দাপিয়ে বেড়াত রয়্যাল বেঙ্গল স্নেহাশিস। বেভানকে ছেড়ে দেওয়ায় স্নেহাশিসকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় স্নেহাশিস।
এদিকে বন দফতরের অনুমান, সাফারি পার্কের বাঘিনী শীলা অন্তঃসত্ত্বা। প্রসবের পরই নিশ্চিত হবে বনদফতর। তাঁকে বিশেষ যত্নে রাখছেন বনকর্মীরা।
বেভান আসার পর বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। বাঘিনী শীলা প্রসব করলে সংখ্যাটা আরও বাড়তে পারে। পুজোর আগেই কি  তাহলে আরও গর্জন শুনবে সাফারি পার্ক? আশায় পর্যটকরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এবার দেখা মিলবে বেঙ্গল টাইগারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement