Road Block: পাঁচদিন ধরে গ্রামে বিদ্যুৎ নেই, জল না পেয়ে পথ অবরোধ

Last Updated:

Road Block: টানা পাঁচদিন ধরে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। সমস্যার কথা বারবার জানালেও সমাধান মেলেনি। তাই এদিন তপন-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান

বিদ্যুৎ নেই গ্রামে
বিদ্যুৎ নেই গ্রামে
দক্ষিণ দিনাজপুর: এই প্রবল গরমে টানা পাঁচ দিন বিদ্যুৎ নেই গোটা গ্রামে। ফলে হাঁসফাঁস অবস্থা সকলের। বিশেষ করে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। টান পড়ছে পানীয় জলে। আর সহ্য করতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরের তপনের ঘটনা।
টানা পাঁচদিন ধরে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। সমস্যার কথা বারবার জানালেও সমাধান মেলেনি। আর তাই এদিন তপন-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ৭ নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাড়ি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, কাটাবাড়ি গ্রামে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গিয়েছে। ফলে গত পাঁচদিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে।
advertisement
advertisement
বিদ্যুতের অভাবে সাবমার্সিবল থেকে পানীয় জল সংগ্রহ করা যাচ্ছে না। পাশাপাশি দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল বাসিন্দারা। বিকেলের পরে লেখাপড়া একরকম বন্ধ পড়ুয়াদের। এই পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়ে বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে ঘটনাস্থলে এসে তপন থানার পুলিশ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দলে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তারপর যান চলাচল আবার স্বাভাবিক হয়।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Block: পাঁচদিন ধরে গ্রামে বিদ্যুৎ নেই, জল না পেয়ে পথ অবরোধ
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement