অন্তঃসত্ত্বা বোঝাই অ্যাম্বুলেন্সে ডাম্পারের ধাক্কা! বিকট শব্দ, দুমড়ে মুচড়ে গেল...! জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Road Accident: প্রচণ্ড ধাক্কায় অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় বলে খবর
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ অ্যাম্বুলেন্সে ডাম্পারের ধাক্কা। আহত ডাম্পার চালক সহ অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা মহিলা। সোমবার গভীর রাতে মাটিয়ালি ব্লকের চালসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শালবাড়ি মোড় এলাকায় রাজ্য সরকারের ১০২ নম্বর টোল ফ্রি পরিষেবার একটি অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে বালি-পাথর বোঝাই দ্রুতগতির একটি ডাম্পার।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে এক অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। প্রচণ্ড ধাক্কায় অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে দেখেন, অ্যাম্বুলেন্সের ভিতরে বেদনায় কাতরাচ্ছেন ওই অন্তঃসত্ত্বা। তাঁকে দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ ভোটার তালিকায় ‘ভূত’! ছাব্বিশের ভোটের আগেই মিলল খোঁজ, এবার কোথায় জানেন?
ঘটনায় ডাম্পারের চালক নিজেও স্টিয়ারিংয়ের মধ্যে আটকে যান এবং দীর্ঘক্ষণ গাড়ির ভিতরেই আটকে থাকেন। পরে মেটেলি থানার আইসি ও বিডিও-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে।
advertisement
advertisement
স্থানীয়দের প্রশ্ন, নদী থেকে বালি-পাথর উত্তোলন বন্ধ থাকার নির্দেশ থাকলেও রাতের অন্ধকারে এভাবে ডাম্পার ছুটছে কীভাবে? পুলিশের নজরদারি কোথায়? প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ডাম্পারটি অবৈধভাবে নদী থেকে বালি তুলে পাচারের চেষ্টা করছিল এবং রাজস্ব ফাঁকি দিচ্ছিল। মেটেলি ব্লক এলাকাতেও একইভাবে ট্রাফিক আইন অমান্য করে ডাম্পারের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 9:19 AM IST