ভোটার তালিকায় 'ভূত'! ছাব্বিশের ভোটের আগেই মিলল খোঁজ, এবার কোথায় জানেন?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Fake Voters: কোনও পরিবারে চারজন, কোনও পরিবারে আবার তিনজন মৃত। কিন্তু তাঁদের নাম জ্বলজ্বল করছে ভোটার তালিকায়
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ এক বুথে ৩২ জন ভূতুড়ে ভোটার! তাঁরা সকলেই মৃত। কোনও পরিবারে চারজন, কোনও পরিবারে আবার তিনজন মৃত। কিন্তু তাঁদের নাম জ্বলজ্বল করছে ভোটার তালিকায়। যে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ১০৮৪ জন । দু’বছর, ছয় বছর, এক বছর আগে প্রয়াত হয়েছেন, এমন ব্যক্তির নামও ভোটার তালিকায় রয়েছে। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বসিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২৫১ নাম্বার বুথে ঘটনাটি ঘটেছে। বিষয়টি স্বীকার করে নিয়ে ইলেকশন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান।
আরও পড়ুনঃ ডাক্তারের স্টিকার লাগানো গাড়িতে পাচারের চেষ্টা! তল্লাশি চালাতেই বেরিয়ে এল…! গাড়িতে থাকা সবাইকে গ্রেফতার করল পুলিশ
তপন অধিকারী, স্বপন অধিকারী, চন্দন কুমার কুন্ডু, গায়ত্রী কুন্ডুর মতো ৩২ জন মানুষের নাম রয়েছে ভোটার তালিকায়। তাঁদের মধ্যে কারও দু’বছর, কারও ছয় বছর, কারও এক বছর আগে মৃত্যু হয়েছে। সকলেরই পরিবার ডেথ সার্টিফিকেট তুলেছে। কিন্তু তারপরেও ভোটার তালিকায় জ্বলজ্বল করছে তাঁদের নাম।
advertisement
advertisement
তাঁদের পরিবারের কেউই বলতে পারছেন না কীভাবে এমনটা হল। এর কারণ, ভোটার তালিকা থেকে তাঁদের পরিবারের মৃত সদস্যদের নাম বাদ গিয়েছে কিনা সেই বিষয়ে তাঁরা কোনও দিন খোঁজই নেননি এবং এটাই স্বাভাবিক। কারণ ডেথ সার্টিফিকেট নেওয়ার পর সেই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতি অনুযায়ী বাদ চলে যাওয়াই নিয়ম। কিন্তু এখনও কীভাবে সেই নাম ভোটার তালিকায় রয়েছে সেই বিষয়ে জানেন না তাঁদের পরিবার।
advertisement
আরও পড়ুনঃ স্যুট-বুট পরে চারচাকা গাড়ি নিয়ে চুরি! হাওয়া হয়ে যাচ্ছে…! কোন্নগরে তাজ্জব কাণ্ড
এই নিয়ে ওই ওয়ার্ডের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। এই নামগুলি কীভাবে ভোটার তালিকায় রয়েছে তাঁদের জানা নেই। তবে ভোটের সময় এই নামে ভোট পড়ে। ভোটের সময় কি স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যান?
advertisement
পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার বলেন, শুধু এই একটা বুথ নয়, বসিরহাট পৌর এলাকায় যত বুথ আছে সব বুথেই এই রকম ভোটার কিছু পাওয়া যাবে। আমরা এগুলি সংশোধন করার জন্য নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম কিন্তু কোনও কাজ হয়নি। আমরা আবার উপরমহলকে বিস্তারিত জানাব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 8:43 AM IST