Richa Ghosh: বিশ্বজয়ী মেয়ে ফিরল ঘরে! তা ঘিরেও শুরু রাজনৈতিক তরজা, রাজ্যকে নিশানা করে আক্রমণ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের

Last Updated:

দিল্লিতে ঘন কুয়াশার কারণে রিচা বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন প্রায় তিন ঘণ্টা দেরিতে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, স্থানীয় কাউন্সিলর-সহ বহু ক্রিকেটপ্রেমী। হুড খোলা গাড়িতে চেপে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়। রাস্তার দু'ধারেও ছিল মানুষের ভিড়।

News18
News18
কলকাতা: মহিলা ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রিচা ঘোষ ফিরলেন শিলিগুড়িতে। তবে তা ঘিরেও চলল রাজনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপের পালা৷ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করলেন, বিশ্বকাপজয়ী ঘরের মেয়েকে স্বাগত জানাতে এদিন বাগডোগরা বিমানবন্দরে দেখা যায়নি সিএবি অথবা রাজ্য প্রশাসনের কারওকে৷
দিল্লিতে ঘন কুয়াশার কারণে রিচা বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন প্রায় তিন ঘণ্টা দেরিতে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, স্থানীয় কাউন্সিলর-সহ বহু ক্রিকেটপ্রেমী। হুড খোলা গাড়িতে চেপে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়। রাস্তার দু’ধারেও ছিল মানুষের ভিড়।
advertisement
advertisement
এদিকে, কলকাতা থেকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিধানসভায় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সরাসরি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার এবং সিএবিকে একযোগে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ‘‘যাঁরা ‘বাংলা, বাঙালি অস্মিতা’-র কথা বলে, সেই শাসকদল রিচার ব্যাপারে উদাসীন।’’
শঙ্কর ঘোষের দাবি, রিচাকে স্বাগত জানাতে শুক্রবার বাগডোগরায় রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী-সহ কোনও মন্ত্রী বা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যাননি। এমনকী, অভিনন্দন জানিয়ে কোনও বোর্ডও টাঙানো হয়নি।
advertisement
অন্যদিকে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘রিচাকে ইডেনে সংবর্ধনা তো কাল দেওয়া হবে। ফলে আজই সব বলছি না। কালকের জন্য কিছু থাক।” রিচার পরিবার জানিয়েছে, তাঁকে পুলিশে চাকরি দেওয়া হবে। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে রিচার জন্য নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রিচা সাংবাদিকদের জানান, এই বিশ্বকাপ জয় দেশের মহিলাদের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং তাঁর পরের লক্ষ্য টি২০ বিশ্বকাপ জেতা। তিনি ক্রীড়া পরিকাঠামো বাড়ানোর উপর জোর দেন। তিনি আরও জানান, কলকাতায় গিয়ে বড় মাঠে খেলার সুযোগ না পেলে তিনি এই জায়গায় পৌঁছতে পারতেন না।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Richa Ghosh: বিশ্বজয়ী মেয়ে ফিরল ঘরে! তা ঘিরেও শুরু রাজনৈতিক তরজা, রাজ্যকে নিশানা করে আক্রমণ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement