Illegal Business: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মালদহে ফুটপাত দখল করে ব্যবসা চলছে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Illegal Business: ফুটপাত দখল হয়ে যাওয়া প্রসঙ্গে ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরি বলেন, রাজ্যের শাসক দলের মদতেই মালদহ শহরের সমস্ত রাস্তার ফুটপাত দখল হচ্ছে
মালদহ: শহর জুড়ে ফুটপাতের দখল নিয়েছে বিক্রেতারা। কোথাও কোথাও তৈরি হয়েছে অস্থায়ী দোকান। সাধারণ মানুষ হাঁটতে পারছে না ফুটপাত দিয়ে। বাধ্য হয়ে রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সন্মুখীন মালদহ শহরের সাধারণ মানুষ। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ফুটপাত দখল মুক্ত করতে কড়া হুঁশিয়ারি দিলেও স্থানীয় প্রশাসনের যেন হেলদোল নেই।
ফুটপাত দখল হয়ে যাওয়া প্রসঙ্গে ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরি বলেন, রাজ্যের শাসক দলের মদতেই মালদহ শহরের সমস্ত রাস্তার ফুটপাত দখল হচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের কড়া হাতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
advertisement
advertisement
মালদহ শহরের এমন কোনও রাস্তা নেই যেখানে ফুটপাত দখল হয়নি। শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে শুরু করে রবীন্দ্র অ্যাভিনিউ, ফোয়ারা মোড়, মকদমপুর সর্বত্রই ফুটপাত দখল হয়ে গিয়েছে। পাশাপাশি শহরের একাধিক রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং-এর অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরও ইংরেজবাজার পুরসভার এই নিষ্ক্রিয়তা অবাক করেছে সকলকে। যদিও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং শুরু হয়েছে। তবে সক্রিয় পদক্ষেপ তেমন একটা নেই বলে এলাকাবাসীর অভিযোগ।
advertisement
ফুটপাত দখল হয়ে যাওয়া প্রসঙ্গে মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, মুখ্যমন্ত্রীর এমন নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। যে সমস্ত ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রয়েছেন তাঁদের নিয়ে আমরা বৈঠক করব। ফুটপাত দখল মুক্ত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের এই বিষয়ে বোঝানো হবে।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2024 4:28 PM IST