Rash Chakra: ধুয়ে মুছে যায় পাপ, নিমেষে মেলে পুণ্য! রাস পূর্ণিমায় এই চক্র ঘোরাতে লাইন পড়ে ভক্তদের

Last Updated:

বাঁশের কাঠি, পাটের দড়ি, আঠা, কাগজ ও রঙ ব্যবহার করে তৈরি হয় এই রাস চক্র।

+
রাস

রাস চক্র নির্মাণের কাজ

কোচবিহার: জেলা কোচবিহারের রাস মেলা বেশ অনেকটাই প্রসিদ্ধ গোটা রাজ্যে। জেলার সর্ববৃহৎ মেলা হওয়ার পাশাপশি বেশ অনেকটাই প্রাচীন এই মেলা। তবে জেলার ঐতিহ্যবাহী রাস মেলার ঐতিহ্যবাহী নিদর্শন রাস চক্র। দীর্ঘ রাজ আমল থেকে এই রাস চক্র নির্মাণ করে আসছে এক পরিবার। বর্তমান সময়ে প্রায় চার পুরুষ ধরে এই রাস চক্র নির্মাণ হয়ে আসছে এই পরিবারের দ্বারা। আগামী ১৫ নভেম্বর রাস পূর্ণিমার দিনে সূচনা হবে রাস মেলার। সেই দিনেই কোচবিহারের রাজ আমলে স্থাপিত হওয়া মদন মোহন বাড়িতে স্থাপন করা হবে রাস চক্র।
রাস চক্রের নির্মাতা আমিনুর হোসেন জানান, “কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে নিরামিষ খাবার খেয়ে নিষ্ঠা সহকারে সূচনা করা হয় রাস চক্র নির্মাণের। একটানা একমাসের ধারাবাহিক কাজের মাধ্যমে তৈরি হয় এই রাস চক্র। বাঁশের কাঠি, পাটের দড়ি, আঠা, কাগজ ও রঙ ব্যবহার করে তৈরি হয় এই রাস চক্র। রাস চক্র স্থাপনের পর রাস চক্রের মধ্যে লাগানো হয় দেবতাদের ছবি। এছাড়াও রাস চক্রে লাগানো হয় কাগজের মধ্যে তৈরি করা বিভিন্ন ধরনের নকশা। রাস পূর্ণিমার দিনে সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে রাস চক্র স্থাপন করা সম্পন্ন হয় মদন মোহন বাড়িতে। রাস চক্র স্থাপনের পর পুজো করা হয় রাস চক্রের।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “রাস মেলার জন্যই এই রাস চক্র স্থাপন করা হয়। রাস মেলার শেষে আবারও এই রাস চক্র খুলে রাখা হয় পরের বছরের জন্য। প্রতিবছর নতুন করে রাস চক্রের বাইরের আবরণ নির্মাণ করা হয় নতুন ভাবে।” দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সম্পাদক কৃষ্ণ গোপাল ধারা জানান, “কোচবিহারের রাজ আমল থেকে এই নিয়ম মেনেই তৈরি করা হচ্ছে রাস চক্র। দীর্ঘ সময় ধরে রাস পূর্ণিমার দিন রাস চক্র স্থাপনের পর বহু ভক্তরা এই চক্র ঘুরিয়ে পূণ্য অর্জন করে থাকেন। দূর-দূরান্তের মানুষেরা এই রাস চক্র দেখতে ছুটে আসেন মদন মোহন বাড়ি মন্দিরে।”
advertisement
বর্তমান সময়ে এই রাস চক্র নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। একেবারে শেষ মুহূর্তের কাজ করা হচ্ছে রাস চক্রের। আগামী ১৫ নভেম্বর রাস চক্র স্থাপন করা হবে মদন মোহন বাড়ি মন্দিরে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rash Chakra: ধুয়ে মুছে যায় পাপ, নিমেষে মেলে পুণ্য! রাস পূর্ণিমায় এই চক্র ঘোরাতে লাইন পড়ে ভক্তদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement