Health Tips: শীতের এই ফলে শুধু নয়, খোসাতে কুপোকাত ডায়াবেটিস, জব্দ ব্লাডসুগার! মন্ত্রের মত কাজ দেবে

Last Updated:
Health Tips: অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, বেদানা ফলের মধ্যে প্রচুর মাত্রায় পনিফেলন, ফ্ল্যাভোনয়েড, অ্যালকায়েড, অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। তাই মানব শরীরের প্রদাহরোধ করার ক্ষমতা রয়েছে এই ফলে।
1/6
শীতকালে ফল বাজারে প্রচুর বেদানা ফলে উঠতে দেখা যায়। এই বেদানা খেতে দারুণ সুস্বাদু ও উপকারী হয়ে থাকে। তবে শুধু বেদানা নয় ফলের খোসারও অনেক গুণ রয়েছে।
শীতকালে ফল বাজারে প্রচুর বেদানা ফলে উঠতে দেখা যায়। এই বেদানা খেতে দারুণ সুস্বাদু ও উপকারী হয়ে থাকে। তবে শুধু বেদানা নয় ফলের খোসারও অনেক গুণ রয়েছে।
advertisement
2/6
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, বেদানা ফলের মধ্যে প্রচুর মাত্রায় পনিফেলন, ফ্ল্যাভোনয়েড, অ্যালকায়েড, অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। তাই মানব শরীরের প্রদাহরোধ করার ক্ষমতা রয়েছে এই ফলে।
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, বেদানা ফলের মধ্যে প্রচুর মাত্রায় পনিফেলন, ফ্ল্যাভোনয়েড, অ্যালকায়েড, অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। তাই মানব শরীরের প্রদাহরোধ করার ক্ষমতা রয়েছে এই ফলে।
advertisement
3/6
বেদানার খোসা পেট ফাঁপা, ডায়রিয়া বা আমাশা এবং রক্তপাত কমাতে দারুণ ভাবে সাহায্য করে থাকে। এই ফলের খোসা হজমের উন্নতি করে এবং লিভারকে সুস্থ রাখে অনেকটাই।
বেদানার খোসা পেট ফাঁপা, ডায়রিয়া বা আমাশা এবং রক্তপাত কমাতে দারুণ ভাবে সাহায্য করে থাকে। এই ফলের খোসা হজমের উন্নতি করে এবং লিভারকে সুস্থ রাখে অনেকটাই।
advertisement
4/6
এই ফল অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর একটি ফল। তাই শীতে কাশি ও গলা ব্যথা উপশমের জন্য বিশেষভাবে কার্যকর ভূমিকা নিতে পারে এই বেদনা ফলের খোসার রস।
এই ফল অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর একটি ফল। তাই শীতে কাশি ও গলা ব্যথা উপশমের জন্য বিশেষভাবে কার্যকর ভূমিকা নিতে পারে এই বেদনা ফলের খোসার রস।
advertisement
5/6
ত্বকে ব্রণ সমস্যার জন্য বেদনার খোসার জুড়ি নেই একেবারেই। এই ফলের খোসায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে ক্ষতিকর রাসায়নিক পদার্থ দূর করে ব্রণ দূর করে থাকে।
ত্বকে ব্রণ সমস্যার জন্য বেদনার খোসার জুড়ি নেই একেবারেই। এই ফলের খোসায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে ক্ষতিকর রাসায়নিক পদার্থ দূর করে ব্রণ দূর করে থাকে।
advertisement
6/6
তবে প্রচুর উপকারিতায় সমৃদ্ধ এই ফলের খোসা বারবার খেলে বমি বমি ভাব বা পেট জ্বালার মত সমস্যাও দেখা দিতে পারে। তাই নিয়ন্ত্রিত ভাবে সেবন করা ভাল।
তবে, প্রচুর উপকারিতায় সমৃদ্ধ এই ফলের খোসা বারবার খেলে বমি বমি ভাব বা পেট জ্বালার মত সমস্যাও দেখা দিতে পারে। তাই নিয়ন্ত্রিত ভাবে সেবন করা ভাল।
advertisement
advertisement
advertisement