মাছ ধরতে নদীতে গিয়েছিলেন, মৎসজীবীর জালে উঠল বিরল প্রজাতির...! জলপাইগুড়িতে শোরগোল
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Rare Species of Turtle: মৎস্যজীবী সাহিল রহমান প্রতিদিনের মতো গতকাল রাতেও তিস্তা নদীতে মাছ ধরতে যান
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ রোজকার মতো মাছ ধরতে নদীতে গিয়েছিলেন। মৎস্যজীবীর জালে উঠল বিরল প্রজাতির কচ্ছপ ছানা। জলপাইগুড়ি সদর ব্লকের কাঁদো বাড়ি সাহেবের কামাত এলাকার মৎসজীবী সাহিল রহমান মাছ ধরতে নদীতে যান। কিন্তু তাঁর জালে ওঠে একটি কচ্ছপ ছানা। ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় মৎস্যজীবী সাহিল প্রতিদিনের মতো গতকাল রাতেও তিস্তা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তবে জাল টানতেই মাছের সঙ্গে উঠে আসে একটি ছোট্ট কচ্ছপ। প্রথমে বাড়িতে এনে একটি গামলায় রেখে দেন তিনি। পরে সকালে যোগাযোগ করেন পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন জলপাইগুড়ির সঙ্গে।
আরও পড়ুনঃ স্কুল বাসের সঙ্গে বালিবোঝাই ট্রাকের সংঘর্ষ! শিশুদের কান্নার আওয়াজ…! ভরদুপুরে বিরাট দুর্ঘটনা
খবর পেয়ে সংস্থার সম্পাদক অংকুর দাস বাড়িতে পৌঁছন। বন দফতরের সঙ্গে কথা বলে কচ্ছপ ছানাটিকে তিস্তা সংলগ্ন করলার জলে ছেড়ে দেওয়া হয়। এদিকে কচ্ছপ দেখতে সাহিলের বাড়িতে ভিড় জমিয়েছিলেন আশেপাশের মানুষ। কেউ কেউ টাকার প্রলোভন দেখিয়ে কচ্ছপটি কিনতে চাইলেও সাহিল দৃঢ়ভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি জানান, এটি প্রকৃতির ধন। বিক্রি করার প্রশ্নই ওঠে না। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অঙ্কুর দাস জানান, সাড়ে দশটা নাগাদ আমি খবর পাই, সদর ব্লকের কাঁদো বাড়ি এলাকায় একটি বাড়িতে বিরল কচ্ছপের ছানা রয়েছে। আমি তৎক্ষণাৎ গিয়ে সেই কচ্ছপের ছানাটিকে উদ্ধার করে নিয়ে এসে বন দফতরের সঙ্গে কথা বলি। তাঁকে পুনরায় নিজের জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 6:17 PM IST