Ramp Walk: জেলায় রূপান্তরকামীদের র্যাম্প ওয়াক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Ramp Walk: উত্তর দিনাজপুরের ইসলামপুরে রূপান্তরকামীদের নিয়ে আয়োজিত হল র্যাম্প ওয়াক। এতদিন শুধু মহিলা-পুরুষরাই এখানে র্যাম্প শো-তে অংশগ্রহণ করতে পারতেন
উত্তর দিনাজপুর: ওরাও আর পাঁচটা মানুষের মত নিজের অধিকারে বাঁচতে চায়। বাঁচার মধ্যে খুঁজে পেতে চায় আনন্দ ও মনোরঞ্জন। সেখানে নিজের কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরতে চায় ওরা। এই ওরা হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার রূপান্তরকামীরা। সেই রূপান্তরকামীরাই এবার বিভিন্ন জেলা থেকে এসে ইসলামপুরের নতুন আলো নামে একটি সংস্থার আয়োজনে র্যাম্পে হাঁটলেন।
এই প্রথম উত্তর দিনাজপুরের ইসলামপুরে রূপান্তরকামীদের নিয়ে আয়োজিত হল র্যাম্প ওয়াক। এতদিন শুধু মহিলা-পুরুষরাই এখানে র্যাম্প শো-তে অংশগ্রহণ করতে পারতেন। তবে এই প্রথম রূপান্তরকামীরা নিজেদের ফ্যাশনকে তুলে ধরার সুযোগ পেলেন এই র্যাম্প শো-তে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে আদিবাসী সংগঠন
এদিন এই র্যাম্প শো-তে বিভিন্ন জেলা থেকে আগত রূপান্তরকামীরা তাঁদের ব্যথা, বেদনা এবং আর্তনাদের কথা তুলে ধরেন সকলের সামনে। তাঁদের সামাজিক প্রতিষ্ঠার পথে যে সমস্ত বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায় সেই বেদনার কথাও তাঁরা এদিন জানান সকলকে। এই র্যম্প শো-তে দক্ষিণ দিনাজপুর, মালদহ, শিলিগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০-এর বেশি রূপান্তরকামী অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2024 9:15 PM IST