RG Kar Doctor Murder: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে আদিবাসী সংগঠন

Last Updated:

RG Kar Doctor Murder: আরজি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি চেয়ে সমাজের সব শ্রেণির মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। ক্রমে আরজি কর কাণ্ডের প্রতিবাদ শহর ছাড়িয়ে মফস্বল, এমনকি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে

+
আর

আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে আদিবাসী সমাজ

পূর্ব মেদিনীপুর: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল আদিবাসী সংগঠন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়ে উঠেছে গোটা রাজ্য। দিকে দিকে প্রতিবাদ মিছিল হচ্ছে সঠিক বিচার চেয়ে। শুধু রাজ্য, নয় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এই ঘটনার প্রতিবাদ মিছিল সংঘটিত হচ্ছে। আরজিকর কাণ্ডের এই ঘটনা নাড়া দিয়েছে সমস্ত শ্রেণির মানুষকে। এই ঘটনার প্রতিবাদে রাজনৈতিক ব্যানার ছাড়াই অরাজনৈতিকভাবে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শিল্পী, অভিনেতারা।
আরজি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি চেয়ে সমাজের সব শ্রেণির মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। ক্রমে আরজি কর কাণ্ডের প্রতিবাদ শহর ছাড়িয়ে মফস্বল, এমনকি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। এবার এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল আদিবাসী সংগঠন।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে বহুতল ভেঙে দিল এই পুরসভা
আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের খুনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ২০ অগস্ট আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগানা মহলের পক্ষ থেকে মেচোগ্রামে জাতীয় সড়ক ও ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট পর্যন্ত চলে অবরোধ। ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
advertisement
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে আদিবাসী সংগঠন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement