#শিলিগুড়ি: মণিপুরের ধসে মৃত পরিবারগুলির পাশে দাঁড়ানো নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন। শহিদ পরিবারের লোকেদের আর্থিক সহযোগিতা থেকে সরকারি চাকরি নিয়েও যুযুধান দুই সরকার রাজ্য এবং কেন্দ্র। বৃহস্পতিবার মণিপুরে ধসে মৃত ১৯ জওয়ানের স্ত্রীদের বীরাঙ্গনা সম্মানে ভূষিত করার পাশাপাশি ৭ লাখ টাকার চেক তুলে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনিতে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রথমে মৃত জওয়ানদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। ১ কোটি ৩৫ থেকে ১ কোটি ৫২ লাখ টাকা পর্যন্ত পাবেন শহিদদের পরিবার। তারই অঙ্গ হিসেবে আজ প্রথম পর্যায়ে ৭ লাখের চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দিয়ে রাজনাথ সিং বলেন, আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে জওয়ানদের জীবন তো আর ফিরে পাওয়া যাবে না।
আরও পড়ুন: ঘুমন্ত শিশুকে তুলে একের পর এক মেঝেতে আছাড়, মালদহের সাংঘাতিক ভিডিও ভাইরাল
এ দিন মঞ্চে ও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং গোর্খাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমার মনে পড়ছে মেজর জেনারেল মানেক শওয়ের কথা। তিনি বলেছিলেন, কেউ যদি বলে আমি মরতে ভয় পাই না, তবে হয় সে মিথ্যা বলছে, না হয় সে একজন গোর্খা।"
রাজ্যও মৃতের পরিবারদের হাতে ২ লাখ টাকার চেক তুলে দিয়েছে আগেই। মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর একেই কটাক্ষ করে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, ৪ থেকে ৫ হাজার টাকার চাকরি দেওয়ার অর্থ শহিদ পরিবারদের অপমানিত করা। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাবাহিনীর চিফ জেনারেলের সঙ্গে কথা হয়েছে, দ্রুত শহিদ পরিবারের একজনকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেনা বাহিনীতেই চাকরী দেওয়া হবে।
মৃত সেনা জওয়ানদের স্ত্রী করিশমা ছেত্রী এবং পেমা শেরপারা বলেন, 'আর্থিক ক্ষতিপূরণে তো আর স্বামীকে আমরা ফিরে পাবেন না। ছেলে, মেয়েদের কথা মাথায় রেখে স্থায়ী সরকারি সাহায্য চাই।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajnath Singh, Siliguri