ঘুমন্ত শিশুকে তুলে একের পর এক মেঝেতে আছাড়, মালদহের সাংঘাতিক ভিডিও ভাইরাল

Last Updated:

Malda child viral video: দু-বছরের ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে মেঝেতে একের পর এক আছাড়। নৃশংস শিশু অত্যাচারের ছবি ভাইরাল। পুরাতন মালদহ থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রানিরগড় এলাকার ঘটনা।

#মালদহ: দু-বছরের ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে মেঝেতে একের পর এক আছাড়। নৃশংস শিশু অত্যাচারের ছবি ভাইরাল। পুরাতন মালদহ থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রানিরগড় এলাকার ঘটনা। অভিযুক্ত সম্পর্কে শিশুর জেঠিমা। ঘটনা জানাজানি হতেই গ্রামে সালিশি সভা। সালিশি সভার মাতব্বরদের নিদানে গ্রামছাড়া অভিযুক্ত মহিলা। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মাঝে মধ্যেই ওই শিশুকে আচমকা একা ঘরে কান্নাকাটি করতে দেখা যেত। শিশু ঘরে একা থাকলেই আগেও বেশ কয়েকবার তার নাকে মুখে রক্ত বা আঘাতের চিহ্ন দেখা যায়। কিন্তু, বাড়ির ভেতরে এভাবে শিশু আঘাত পাচ্ছে কী ভাবে? এ নিয়ে সন্দেহ হওয়ায় শিশুকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে স্নান করতে যাওয়ার সময় মোবাইল ফোনের ক্যামেরা অন করে রেখে যান ওই শিশুর মা। অন্যান্য দিনের মতোই আচমকা কেঁদে ওঠে শিশু। এরপরেই মোবাইল ক্যামেরায় ধরা পড়ে অত্যাচারের ছবি। যে ছবি দেখে শিউরে ওঠেন পরিবারের প্রায় সকলেই।
advertisement
আরও পড়ুন: ঢাকে পড়ল কাঠি, জন্মাষ্টমীর ভোরে বেলুড় মঠের দুর্গাপুজো প্রস্তুতিতে ভক্ত সমাগম
ছবিতে দেখা গিয়েছে, বিছানা থেকে ঘুমন্ত শিশুকে তুলে পরপর দু'বার মেঝেতে আছাড় মারছেন অভিযুক্ত মহিলা। এরপর তাকে ফের বিছানায় রেখে দিয়ে মুহূর্তে বেপাত্তা হচ্ছেন তিনি। ইতিমধ্যেই জখম ওই শিশুকে চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মহিলা শিবানী বিশ্বাস সম্পর্কে শিশুর জেঠিমা। তার স্বামী অচিন্ত্য বিশ্বাস যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে গ্রামে। সালিশি সভা বসান স্থানীয় মাতব্বররা।
advertisement
advertisement
আরও পড়ুন: আয়-সম্পত্তি বেড়েছে সাইক্লোনের গতিতে! শুভেন্দু, দিলীপ-সহ ১৭ নেতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের
অভিযুক্তের শাশুড়ি উষারানি বিশ্বাস বলেন, প্রথমে পরিবারের লোকজনের কাছে এবং পরে সালিশি সভায় পরিবারের বড় বউ শিশুর ওপর অত্যাচারের কথা স্বীকার করে নেন। তবে কেন এমন অত্যাচার তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি তিনি। বাড়িতে দুই জা-য়ের মধ্যেও সম্পর্ক যথেষ্ট ভাল। কখনও কোনও গোলমালের ঘটনাও হয়নি। ফলে হঠাৎ কেন নিষ্পাপ শিশুর উপর এমন অত্যাচার হতবাক সকলেই। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজন কেউই এ নিয়ে কোনওরকম অভিযোগ জানাননি। তবে এ বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে। অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
Sebak Deb Sharma
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ঘুমন্ত শিশুকে তুলে একের পর এক মেঝেতে আছাড়, মালদহের সাংঘাতিক ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement