Tea Garden Dooars: বৃষ্টিতে ভিজল চা গাছের পাতা! সেকেন্ড ফ্ল্যাশের আনন্দে বাগানে বাগানে মিষ্টি মুখ
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বৃষ্টিপাতেই মিষ্টি মুখ উত্তরবঙ্গের চা বাগানে। সেকেন্ড ফ্ল্যাশ চা ভাল হবে এমনটাই আশা করছে চা বাগান কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি: বৃষ্টিপাতেই মিষ্টি মুখ উত্তরবঙ্গের চা বলয়ে। গতকাল সন্ধ্যে থেকেই আবহাওয়ার বদল ঘটেছে ডুয়ার্সে। রাত থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামে জলপাইগুড়িতে। বিরাম নেই আজও। আর এতেই চা বাগানের পাতার ফাঁক দিয়েই হাসি উঁকি দিচ্ছে চা শ্রমিকদের। এতদিন বৃষ্টির আশায় মুখ চেয়ে অপেক্ষা করছিল চা শ্রমিকরা। এদিন মাটি ভিজতেই আনন্দে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সবুজ ঘেরা চা বলয়ে৷
এবার সুস্বাদু চা পৌঁছে যাবে আপনার পেয়ালায়। চা উৎপাদন ভাল হলে অর্থ উপার্জনও ভাল হবে চা শ্রমিকদের। এই খুশিকে উদযাপন করতেই চা শ্রমিকদের মিষ্টিমুখ করাতে ব্যস্ত চা বাগান কর্তৃপক্ষ। আজ চা বাগান সংলগ্ন এলাকায় যেন এক অন্যান্য উৎসবের আমেজ। গত কালের পর বুধবার সকালেও জলপাইগুড়ি শহর থেকে ডুয়ার্স সাক্ষী থেকেছে হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির।
advertisement
advertisement
চৈত্রের বর্ষণে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। দেরিতে হলেও বৃষ্টির জল পেয়ে উত্তরের অন্যতম আর্থিক মেরুদন্ড দুটি পাতা একটি কুঁড়ির দেশে ফিরেছে কাজের ব্যস্ততা। এবার ফার্স্ট ফ্ল্যাশ চা এর উৎপাদনের পর এ ক’দিন তেমনভাবে বৃষ্টির প্রভাব না থাকায় চায়ের স্বাদে একটু ভাটা পড়েছিল। কিন্তু পাঁচ থেকে ছ’ মাস পরে বৃষ্টি হওয়ার কারণে সেকেন্ড ফ্ল্যাশ চা ভাল হবে এমনটাই আশা করছে চা বাগান কর্তৃপক্ষ। শুধু তাই নয়, জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে দেখা গেল খুশির আমেজ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 6:03 PM IST