Sealdah Balurghat Express: শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ যাওয়ার নতুন ট্রেন! লোকসভা ভোটের ঠিক আগে বড় ঘোষণা রেলের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত সাড়ে দশটায় ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে সকাল সাড়ে আটটায় বালুরঘাট পৌঁছবে৷
কলকাতা: লোকসভা নির্বাচনের ঠিক আগে নতুন ট্রেন পেল রাজ্য৷ খুব শিগগিরই চালু হচ্ছে শিয়ালদহ এবং বালুরঘাটের মধ্যে নতুন ট্রেন৷ সূত্রের খবর, নতুন এই ট্রেনের নাম হতে পারে আত্রেয়ী এক্সপ্রেস৷ তবে কবে থেকে এই ট্রেন চালু হবে, তা এখনও রেলের পক্ষ থেকে জানানো হয়নি৷
নতুন এই ট্রেনের জন্য দীর্ঘদিন ধরেই তদ্বির করছিলেন বিজেপি রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার৷ লোকসভা নির্বাচনের আগে এই ট্রেন চালু হওয়ায় নিজের সাংসদ এলাকাতেও প্রচারের বড় হাতিয়ার পেয়ে গেলেন সুকান্ত৷
advertisement
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত সাড়ে দশটায় ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে সকাল সাড়ে আটটায় বালুরঘাট পৌঁছবে৷ আবার বালুরঘাট থেকে রাত সাতটায় রওনা দিয়ে ভোর ৪.২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি৷ তবে ট্রেনটি প্রতিদিনই চলবে না সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে চলবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি৷
advertisement
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদহ টাউন, একলাখি, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং রামপুরে থামবে৷
এতদিন শিয়ালদহ এবং হাওড়ার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের ভরসা ছিল গৌড় লিঙ্ক এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস এবং হাওড়া- বালুরঘাট এক্সপ্রেসের মতো তিনটি ট্রেন৷ এ ছাড়াও বালুরঘাট- নবদ্বীপ ধাম প্যাসেঞ্জার ট্রেনটিও চলত৷
advertisement
তবে গোটা দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন মালদহ জেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই আরও একটি এক্সপ্রেস ট্রেনের দাবি করে আসছিলেন৷ শিয়ালদহ- বালুরঘাট এক্সপ্রেস চালু হলে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2023 8:02 PM IST