Sealdah Balurghat Express: শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ যাওয়ার নতুন ট্রেন! লোকসভা ভোটের ঠিক আগে বড় ঘোষণা রেলের

Last Updated:

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত সাড়ে দশটায় ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে সকাল সাড়ে আটটায় বালুরঘাট পৌঁছবে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: লোকসভা নির্বাচনের ঠিক আগে নতুন ট্রেন পেল রাজ্য৷ খুব শিগগিরই চালু হচ্ছে শিয়ালদহ এবং বালুরঘাটের মধ্যে নতুন ট্রেন৷ সূত্রের খবর, নতুন এই ট্রেনের নাম হতে পারে আত্রেয়ী এক্সপ্রেস৷ তবে কবে থেকে এই ট্রেন চালু হবে, তা এখনও রেলের পক্ষ থেকে জানানো হয়নি৷
নতুন এই ট্রেনের জন্য দীর্ঘদিন ধরেই তদ্বির করছিলেন বিজেপি রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার৷ লোকসভা নির্বাচনের আগে এই ট্রেন চালু হওয়ায় নিজের সাংসদ এলাকাতেও প্রচারের বড় হাতিয়ার পেয়ে গেলেন সুকান্ত৷
advertisement
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত সাড়ে দশটায় ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে সকাল সাড়ে আটটায় বালুরঘাট পৌঁছবে৷ আবার বালুরঘাট থেকে রাত সাতটায় রওনা দিয়ে ভোর ৪.২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি৷ তবে ট্রেনটি প্রতিদিনই চলবে না সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে চলবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি৷
advertisement
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদহ টাউন, একলাখি, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং রামপুরে থামবে৷
এতদিন শিয়ালদহ এবং হাওড়ার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের ভরসা ছিল গৌড় লিঙ্ক এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস এবং হাওড়া- বালুরঘাট এক্সপ্রেসের মতো তিনটি ট্রেন৷ এ ছাড়াও বালুরঘাট- নবদ্বীপ ধাম প্যাসেঞ্জার ট্রেনটিও চলত৷
advertisement
তবে গোটা দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন মালদহ জেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই আরও একটি এক্সপ্রেস ট্রেনের দাবি করে আসছিলেন৷ শিয়ালদহ- বালুরঘাট এক্সপ্রেস চালু হলে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sealdah Balurghat Express: শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ যাওয়ার নতুন ট্রেন! লোকসভা ভোটের ঠিক আগে বড় ঘোষণা রেলের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement