Mahua Moitra: পাশে কংগ্রেস, ধন্যবাদ মমতার! মহুয়ার বহিষ্কারে অক্সিজেন পেল ইন্ডিয়া জোট?

Last Updated:

ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্ত চলার সময় থেকেই মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা৷

মহুয়া ইস্যুতে দূরত্ব কমল কংগ্রেস-তৃণমূলের?
মহুয়া ইস্যুতে দূরত্ব কমল কংগ্রেস-তৃণমূলের?
কলকাতা: তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ে যে তাল কেটেছিল, সংসদ থেকে বহিষ্কার হয়ে সেই কেটে যাওয়া সুরই জুড়ে দিলেন মহুয়া মৈত্র? শুক্রবার প্রথমে সংসদের ভিতরে বাইরে মহুয়ার হয়ে কংগ্রেস সাংসদদের জোরাল সওয়াল এবং তার পর কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পর সেরকমই মনে করছে রাজনৈতিক মহল৷
মহুয়া ইস্যুকে কেন্দ্র করেই ফের ইন্ডিয়া জোটের ঘুরে দাঁড়ানোর কথাও শোনা গিয়েছে তৃণমূলনেত্রীর গলায়৷ মহুয়য়ার পাশে থাকার জন্য ইন্ডিয়া জোটে থাকা সব দলকেই ধন্যবাদও জানিয়েছেন মমতা৷
ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্ত চলার সময় থেকেই মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা৷ এ দিনও সংসদে মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার পরেই সংসদেও মহুয়ার হয়ে জোর সওয়াল করেন বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারিরা৷ মহুয়ার বহিষ্কারের সিদ্ধান্তের ঘোষণা হতেই বিরোধী দলের অন্যান্য সাংসদদের সঙ্গে ওয়াক আউট করেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধিরা৷ এমন কি সংসদের বাইরে মহুয়ার সাংবাদিক বৈঠকের সময়ও তাঁর পাশে ছিলেন সনিয়া- রাহুল৷
advertisement
advertisement
বিরোধীরা যেভাবে একজোট হয়ে মহুয়ার পাশে থেকেছেন, তার প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এ দিন কার্শিয়াং থেকে তৃণমূলনেত্রী বলেন, ‘ইন্ডিয়া জোটকে অভিনন্দন৷ আমরা একসঙ্গে আছি৷ আমরা একসঙ্গেই লড়ব৷ এই ঘটনা আমাদের চোখ খুলে দিল, যে বিজেপি কতটা প্রতিহিংসাপরায়ণ৷’
মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি আশা করেছিলেন যে মহুয়ার বহিষ্কার রুখতে হস্তক্ষেপ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মমতার কথায়, ‘সবশুনে আমি স্তম্ভিত৷ এটা গণতন্ত্রের পক্ষে দুঃখের দিন৷ এই ঘটনা মহুয়াকে আরও শক্ত করবে৷’
advertisement
মহুয়া কাণ্ডের পর এ দিন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘ইন্ডিয়া জোটের দলগুলি একসঙ্গে এর বিরোধিতা করেছে, এটা ভাল দিক৷ আমরা দক্ষতার সঙ্গে আমাদের ভূমিকা প্রমাণ করেছি৷ তৃণমূল প্রমাণ করেছে কীভাবে সহযোগী দলগুলিকে নিয়ে আন্দোলন করতে হয়৷’
বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীও বলেন, ‘বাংলার একজন মেয়েকে বিচার না করে ফাঁসি দিয়ে দেওয়া হল৷ কেন, কারণ তাঁর প্রশ্ন তাঁদের পছন্দ নয়৷ অথচ প্রধানমন্ত্রী সবসময় মহিলাদের নিয়ে এত বড় বড় কথা বলছেন৷’
advertisement
প্রসঙ্গত, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে বিজেপি-র একপেশে জয়ের পরই কংগ্রেসের দিকে আঙুল তুলেছিল তৃণমূল নেতৃত্ব৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন, কংগ্রেসের ভুলেই তিন রাজ্যে সহজ জয় পেয়ে গেল পদ্ম ব্রিগেড৷ এমন কি, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেও যায়নি তৃণমূলের কেউ৷ শেষ পর্যন্ত বাতিলই করে দিতে হয় ওই বৈঠক৷ তবে এ দিন মহুয়া ইস্যুতে এ দিন যেভাবে কংগ্রেস এবং তৃণমূল পরস্পরের পাশে থাকল, তাতে ভোটের ফলে হতদ্যম হয়ে পড়া ইন্ডিয়া জোট ফের নতুন অক্সিজেন পেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mahua Moitra: পাশে কংগ্রেস, ধন্যবাদ মমতার! মহুয়ার বহিষ্কারে অক্সিজেন পেল ইন্ডিয়া জোট?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement