Mahua Moitra expulsion: 'শেষ দেখে ছাড়ব!' বহিষ্কারের পরই হুঙ্কার মহুয়ার

Last Updated:

মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, 'সব নিয়মকে ভেঙে এই সিদ্ধান্ত নেওয়া হল৷ কালকেই হয়তো আমার বাড়িতে সিবিআই আসবে৷ ৬ মাস আমাকে হেনস্থা করা হবে'৷

সংসদ থেকে বহিষ্কারের পর মহুয়া মৈত্র৷
সংসদ থেকে বহিষ্কারের পর মহুয়া মৈত্র৷
নয়াদিল্লি: সংসদ থেকে বহিষ্কৃত হয়েই বিজেপি-র শেষ দেখে ছাড়ার হুঙ্কার ছাড়লেন মহুয়া মৈত্র৷ এ দিনই প্রত্যাশিত ভাবে লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগর থেকে নির্বাচিত সাংসদ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদেই লোকসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা৷
সংসদের ভবনের বাইরে গান্ধি মূর্তির সামনে জড়ো হন বিরোধী দলের সাংসদরা৷ সেখানে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিও৷ সেখানেই মহুয়া বলেন, ‘এথিক্স কমিটি বিরোধীদের কোণঠাসা করতে ব্যবহৃত হচ্ছে৷ কোনও নিয়মের ধার ধারা হয়নি৷ দু জনের ব্যক্তিগত বয়ানের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল৷ তাঁদের কাউকে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না৷ আমি উপহার, টাকা নিয়েছি, এরকম কোনও প্রমাণ নেই৷ যে সাক্ষ্যের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল, সেগুলি পরস্পর বিরোধী৷ সাংসদদের লগ ইন পোর্টাল কাউকে দেওয়া যাবে না এরকম কোনও নিয়ম নেই৷’
advertisement
advertisement
মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, ‘সব নিয়মকে ভেঙে এই সিদ্ধান্ত নেওয়া হল৷ কালকেই হয়তো আমার বাড়িতে সিবিআই আসবে৷ ৬ মাস আমাকে হেনস্থা করা হবে’৷
সব শেষে বহিষ্কৃত তৃণমূল সাংসদ বলেন, ‘মানুষের যখন বিনাশ হয়ে তখন সবার প্রথমে বুদ্ধি লোপ পায়৷ এটাই আপনাদের শেষের শুরু৷ আমরা ফিরে আসব এবং আপনাদের শেষ দেখে ছাড়ব৷’
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra expulsion: 'শেষ দেখে ছাড়ব!' বহিষ্কারের পরই হুঙ্কার মহুয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement