Mahua Moitra expulsion: 'শেষ দেখে ছাড়ব!' বহিষ্কারের পরই হুঙ্কার মহুয়ার

Last Updated:

মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, 'সব নিয়মকে ভেঙে এই সিদ্ধান্ত নেওয়া হল৷ কালকেই হয়তো আমার বাড়িতে সিবিআই আসবে৷ ৬ মাস আমাকে হেনস্থা করা হবে'৷

সংসদ থেকে বহিষ্কারের পর মহুয়া মৈত্র৷
সংসদ থেকে বহিষ্কারের পর মহুয়া মৈত্র৷
নয়াদিল্লি: সংসদ থেকে বহিষ্কৃত হয়েই বিজেপি-র শেষ দেখে ছাড়ার হুঙ্কার ছাড়লেন মহুয়া মৈত্র৷ এ দিনই প্রত্যাশিত ভাবে লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগর থেকে নির্বাচিত সাংসদ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদেই লোকসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা৷
সংসদের ভবনের বাইরে গান্ধি মূর্তির সামনে জড়ো হন বিরোধী দলের সাংসদরা৷ সেখানে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিও৷ সেখানেই মহুয়া বলেন, ‘এথিক্স কমিটি বিরোধীদের কোণঠাসা করতে ব্যবহৃত হচ্ছে৷ কোনও নিয়মের ধার ধারা হয়নি৷ দু জনের ব্যক্তিগত বয়ানের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল৷ তাঁদের কাউকে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না৷ আমি উপহার, টাকা নিয়েছি, এরকম কোনও প্রমাণ নেই৷ যে সাক্ষ্যের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল, সেগুলি পরস্পর বিরোধী৷ সাংসদদের লগ ইন পোর্টাল কাউকে দেওয়া যাবে না এরকম কোনও নিয়ম নেই৷’
advertisement
advertisement
মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, ‘সব নিয়মকে ভেঙে এই সিদ্ধান্ত নেওয়া হল৷ কালকেই হয়তো আমার বাড়িতে সিবিআই আসবে৷ ৬ মাস আমাকে হেনস্থা করা হবে’৷
সব শেষে বহিষ্কৃত তৃণমূল সাংসদ বলেন, ‘মানুষের যখন বিনাশ হয়ে তখন সবার প্রথমে বুদ্ধি লোপ পায়৷ এটাই আপনাদের শেষের শুরু৷ আমরা ফিরে আসব এবং আপনাদের শেষ দেখে ছাড়ব৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra expulsion: 'শেষ দেখে ছাড়ব!' বহিষ্কারের পরই হুঙ্কার মহুয়ার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement