North Bengal Train Accident: ইঞ্জিনের ত্রুটিতেই বেলাইন বিকানের এক্সপ্রেস, দুর্ঘটনাস্থল ঘুরে দাবি রেলমন্ত্রীর

Last Updated:

রেল সূত্রে খবর, আজ রাতেই শিলিগুড়িতে পৌঁছবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ আগামিকাল থেকে টানা দিন দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন তিনি (North Bengal Train Accident)৷

দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷
দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷
#দোমহনী: রেল লাইনে ত্রুটি অথবা অতিরিক্ত গতি নয়৷ ইঞ্জিনের কোনও ত্রুটির কারণেই বেলাইন হয়েছে বিকানের এক্সপ্রেস (North Bengal Train Accident)৷ এ দিন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর এমনই দাবি করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তাঁর দাবি, ইঞ্জিনে কী ধরনের ত্রুটি ছিল বা তার পিছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে৷ খুব শিগগিরই তদন্ত শেষ হবে বলেও আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী৷
এ দিন সকালেই জলপাইগুড়ির দোমহনীতে পৌঁছে যেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ প্রথম থেকেই মনে করা হচ্ছিল, সম্ভবত রেল লাইনে ফাটলের মতো কোনও সমস্যার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ যাত্রীদের একাংশের দাবি ছিল, অস্বাভাবিক গতিতে ছুটছিল ট্রেন৷
advertisement
advertisement
কিন্তু রেলকর্তাদের দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর রেলমন্ত্রী বলেন, 'আমি নির্দিষ্ট ভাবে বলছি, এই দুর্ঘটনার সঙ্গে রেল লাইনের ত্রুটি বা অতিরিক্ত গতির কোনও সম্পর্ক নেই৷ যেটুকু আমি বুঝতে পেরেছি, ইঞ্জিনের কোনও ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে৷ তবে কেন এই ত্রুটি হল, নির্দিষ্ট যন্ত্রাংশ খুলে পরীক্ষার পরই তা বোঝা সম্ভব হবে৷' রেলমন্ত্রী দাবি করেন, যেহেতু দুর্ঘটনার কারণ চিহ্নিত করা সম্ভব হয়েছে, তাই তদন্ত রিপোর্ট আসতেও খুব বেশি সময় লাগবে না৷ দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদের দেখতে যান অশ্বিনী বৈষ্ণব৷
advertisement
রেল সূত্রে খবর, আজ রাতেই শিলিগুড়িতে পৌঁছবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ আগামিকাল থেকে টানা দিন দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন তিনি৷
তবে আরও একটি অভিযোগ ছিল, পুরনো আমলের আইসিএফ কোচ ব্যবহারের ফলেই দুর্ঘটনার অভিঘাত কামরাগুলির উপরে বেশি পড়েছে৷ একটি কামরার উপরে আর একটি কামরা উঠে গিয়েছে বা সম্পূর্ণ উল্টে গিয়েছে৷ বিকানের এক্সপ্রেসে কেন এলএইচবি কোচ ব্যবহার করা হয়নি, রেলমন্ত্রীকে সেই প্রশ্নও করা হয়৷
advertisement
যদিও রেলমন্ত্রী সরাসরি সেই প্রশ্নের জবাব না দিয়ে বলেন, সব ট্রেনে এলএইচবি কোচ ব্যবহার করার প্রক্রিয়া চলছে৷ তবে আইসিএফ কোচের ব্যবহার দুর্ঘটনার কারণ নয় বলেও বোঝানোর চেষ্টা করেছেন অশ্বিনী বৈষ্ণব৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Train Accident: ইঞ্জিনের ত্রুটিতেই বেলাইন বিকানের এক্সপ্রেস, দুর্ঘটনাস্থল ঘুরে দাবি রেলমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement