Uttar Dinajpur News: অচিরাচরিত শক্তির মডেল তৈরি করে সেরার শিরোপা রায়গঞ্জের ছাত্রের! গর্বিত শিক্ষকেরা

Last Updated:

Uttar Dinajpur News: পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে সেখানে অংশ নেয় রায়গঞ্জের শ্রেয়াণ। অচিরাচরিত শক্তির বিষয়ে মডেল প্রদর্শন করেছে সে।

+
শ্রেয়ান 

শ্রেয়ান 

উত্তর দিনাজপুর: বিদ্যা ভারতীর আয়োজিত অখিল ভারতীয় বিজ্ঞান মেলায় মডেল প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার খেতাব অর্জন করল রায়গঞ্জের ছেলে। রায়গঞ্জ শহরের মোহনবাটির বাসিন্দা শ্রেয়াণ দত্ত। সে রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির ইংরেজি স্কুলের ছাত্র। সম্প্রতি জয়পুরে বসেছিল অখিল ভারতীয় বিজ্ঞান মেলার আসর। সেখানে ভারতের ১১টি ক্ষেত্র থেকে ১১ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে সেখানে অংশ নেয় রায়গঞ্জের শ্রেয়াণ। অচিরাচরিত শক্তির বিষয়ে মডেল প্রদর্শন করেছে সে। সোলার এনার্জি, বায়ু এনার্জি-সহ মোট পাঁচটি শক্তি তুলে ধরা হয় এখানে। যার নিরিখে প্রথম স্থান অধিকার করে শ্রেয়াণ দত্ত। তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
advertisement
অসীম সাহা জানিয়েছেন, দিনের পর দিন শক্তি ক্ষয় হচ্ছে যা ফিরে আসা অসম্ভব। তাই বিকল্প শক্তি খুঁজতে হবে। সে বিষয়ে মানুষকে অবগত করতেই এই বিষয়বস্তুর উপরে মডেল তৈরি করে ছিল সে।ছেলের এই সাফল্যের খুশি তার মা বুল্টি দত্ত। তিনি জানান ছেলেকে উৎসাহ দিতেন তিনি সবসময়। আগামী দিনেও সে তার পাশেই থাকবেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: অচিরাচরিত শক্তির মডেল তৈরি করে সেরার শিরোপা রায়গঞ্জের ছাত্রের! গর্বিত শিক্ষকেরা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement