North Dinajpur News: পর্যটকদের জন্য নতুন সাজে কুলিক পাখিরালয়! রয়েছে বিরাট চমক! কী কী থাকছে জানুন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
North Dinajpur News: কুলিক পক্ষী নিবাসের ভিতরেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্ন্যাকস আইটেম যার মধ্যে থাকছে কেক, বিস্কুট, চা ,কফি , লস্যি, এছাড়া বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম।
উত্তর দিনাজপুর: পর্যটকদের আকর্ষণ করতে নতুন করে সাজানো হচ্ছে রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস। কুলিক পক্ষী নিবাসে পাখি দেখতে দেখতে একদিকে যেমন চা কফির মজা নিতে পারবেন তেমনি পেয়ে যাবেন আপনার মন পছন্দের স্নাক্স। শুধু তাই নয় কুলিক পক্ষী নিবাসে পশু পাখিদের চিকিৎসা করার জন্য এবার কুলিকের মধ্যেই চালু করা হল একটি পশু চিকিৎসা কেন্দ্রও । কুলিকে আগত পশুপাখিদের চিকিৎসা করতে আগে বাইরে যেতে হত এবার কুলিকের মধ্যেই সেই সুবিধা পাওয়া যাবে।
এর পাশাপাশি সেলফি প্রেমীদের জন্য কুলিক পক্ষী নিবাসী থাকছে দুর্দান্ত সেলফি পয়েন্ট। সব মিলিয়ে মোট তিনটি প্রকল্পের উদ্বোধন করা হল কুলিক পক্ষী নিবাসী। এই প্রকল্প গুলি চালু হওয়ায় খুশি পর্যটকরা।
বহু আগেই থেকে কুলিকের ভিতরে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছিল। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন প্রকল্পের উদ্বোধন করেন আইএসএস প্রিন্সিপাল কনসারভেটর অফ ফরেস্ট নীরদ সিঙ্গল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বন ও আধিকারিক দাউদ শিরপা । প্রসঙ্গত পাখিদের কলতানে মুখরিত কুলিক পক্ষী নিবাসে দিনে দিনে পর্যটকদের সংখ্যা বাড়ছে। পর্যটক ও পশু পাখিদের সুবিধার্থে এ প্রকল্প চালু করা হল।
advertisement
advertisement
কুলিক পক্ষী নিবাসের ভিতরেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্ন্যাকস আইটেম যার মধ্যে থাকছে কেক, বিস্কুট, চা ,কফি , লস্যি,এছাড়া বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম। বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা কুলিক পক্ষীনিবাসী ছুটে আসেন । কোনওরকম টিফিনের ব্যবস্থা না থাকায় এতদিন জাতীয় সড়কের আশেপাশে বিভিন্ন ছোট দোকানগুলোতে পর্যটকদের জলখাবারের ব্যবস্থা করতে হত। তবে এবার কুলিকের ভিতরে পাখি দেখতে দেখতে সময় চলে গেলেও কোনও ব্যাপার না কুলিকের মধ্যেই থাকবে পেটভরে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। আর পাশাপাশি আই লাভ কুলিক লেখা একটি সেলফি স্পটও তৈরি করা হয়েছে কুলিকে আসা পর্যটকদের আনন্দ দিতে।
advertisement
উল্লেখ্য, কুলিকে সুন্দর করে সাজানোর জন্য এর আগেই কুলিকের ৪০ টাকা টিকিটের দাম বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে । এবার এই ১২০ টাকার টিকিট কেটে পর্যটকরা এসে যাতে কুলিকে নানানভাবে আনন্দ উপভোগ করতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে। দিন দিন পর্যটকদের টানতে কুলিকে সাজসজ্জা ও বিভিন্ন ধরনের পরিবর্তন আনায় খুশি সাধারণ মানুষ-সহ পর্যটকরাও।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 6:51 PM IST