Raiganj By Election: ভোট তো নয়, যেন যুদ্ধ! নৌকা করে, ভেলায় চেপে দূরদূরান্ত থেকে এলেন ‘ওঁরা’, চমকে দেখল রায়গঞ্জ

Last Updated:

Raiganj By Election: বর্ষায় বহু গ্রাম জলমগ্ন হয়ে থাকায় এবারে অভিনব ভাবে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে। অনেক গ্রামে গিয়ে দেখা যায় কেউ নৌকা করে কেউ আবার কলা পাতার ভেলায় করে ভোট দিতে আসছেন।

+
ভোলায়

ভোলায় চড়ে ভোট দিতে

উত্তর দিনাজপুর: সকাল থেকে বৃষ্টির মধ্যেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে চলে ভোটগ্রহণ পর্ব। বর্ষায় বহু গ্রাম জলমগ্ন হয়ে থাকায় এবারে অভিনব ভাবে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে। অনেক গ্রামে গিয়ে দেখা যায় কেউ নৌকা করে কেউ আবার কলা পাতার ভেলায় করে ভোট দিতে আসছেন। বর্ষায় সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করেই বিভিন্ন জায়গা থেকে ভোটাররা এদিন ভোট উৎসবে সামিল হন।
তবে কিছু কিছু জায়গায় যেমন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব চলে। তেমনই তার মধ্যেই উঠে আসে বিভিন্ন জায়গা থেকে ইভিএম বিভ্রাটের খবর। এদিন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে ১৪১ নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছিলেন। এরপর সারাদিনে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে দেখা যায়।
advertisement
advertisement
সকাল থেকেই কয়েক জায়গায় অশান্তির সৃষ্টি হয় রায়গঞ্জে। কোথাও কোথাও তৃণমূল ও বিজেপি প্রার্থীর বচসা। কোথাও আবার নির্বাচনী ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রায়গঞ্জের মিলন পাড়ায় ছয় নম্বর বুথে বুথ জ্যামের অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় বুথ জ্যাম করে এবং ভোটারদের ভয় দেখিয়ে ভোট করাতে চাচ্ছে। এর বিরুদ্ধে তাঁরা রাস্তায় নেমেছেন এবার।
advertisement
হেমতাবাদে এসে সাংবাদিকদের কাছে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, ”রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের গুন্ডা মস্তানরা বুথের ভিতর ঢুকে মস্তানি করছে। যে সমস্ত কাউন্সিলার বিগত দিনে রায়গঞ্জে ভোট লুট করে জিতেছে, তারাই চাইছে রায়গঞ্জে এবার উপনির্বাচনে গুন্ডামি মস্তানি করে জিততে। ভোট যদি ঠিকঠাকভাবে হয় তাহলে মানুষের রায় বিজেপির সঙ্গেই রয়েছে। তবে সব মিলিয়ে বিকেল চারটা পর্যন্ত ৬০ শতাংশ ভোট গ্রহণ পর্ব চলেছে বলে জানা যায়।”
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Raiganj By Election: ভোট তো নয়, যেন যুদ্ধ! নৌকা করে, ভেলায় চেপে দূরদূরান্ত থেকে এলেন ‘ওঁরা’, চমকে দেখল রায়গঞ্জ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement