Jalpaiguri: আস্ত ছাগল গিলে ফেলল এই প্রাণী! ক্ষমতা নেই নড়াচড়ার! চা বাগানে হইচই
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri- আস্ত ছাগল গিলে নিজেই নিস্তেজ! একেবারে তরতাজা আস্ত ছাগল গিলে খেল কে? চোখে পড়তেই এলাকাবাসীরা দেখেন, গলা পর্যন্ত খেয়ে ক্লান্ত সেই প্রাণী। আর সেটি ঝোপের ধারে গুটিয়ে রয়েছে!
জলপাইগুড়ি: আস্ত ছাগল গিলে নিজেই নিস্তেজ! একেবারে তরতাজা আস্ত ছাগল গিলে খেল কে? চোখে পড়তেই এলাকাবাসীরা দেখেন, গলা পর্যন্ত খেয়ে ক্লান্ত সেই প্রাণী। আর সেটি ঝোপের ধারে গুটিয়ে রয়েছে!
জলপাইগুড়ির চা বাগান থেকে উদ্ধার ১৫ ফুটের বিশাল অজগর। চাঞ্চল্য গোটা এলাকাজুড়ে। আস্ত ছাগল গিলে ফেলেছে বিশালাকার অজগর, আর তাতেই চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের চা বাগানে।
নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশন থেকে উদ্ধার হল প্রায় ১৫ ফুট লম্বা এক বিশাল অজগর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলের দিকে চা বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই নজরে আসে একটি অজগর, যার পেট ফুলে রয়েছে অস্বাভাবিকভাবে।
advertisement
advertisement
আরও পড়ুন- সুন্দরবন শুধু নয়, ডুয়ার্সেও জমিয়ে ইলিশ উৎসব, সঙ্গে সুস্বাদু বোরলি, রইল সুলুকসন্ধান
পরে দেখা যায়, সাপটি একটি আস্ত ছাগল গিলে ফেলেছে এবং নিস্তেজ অবস্থায় ঝোপের মধ্যে গুটিয়ে রয়েছে। অজগরের এমন আকৃতি ও উপস্থিতিতে আতঙ্ক ছড়ায় বাগা জুড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় খুনিয়া রেঞ্জ অফিসে। কিছুক্ষণের মধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে এসে সতর্কভাবে অজগরটিকে উদ্ধার করেন।
advertisement
খুনিয়া রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, অজগরটি নিরীহ হলেও ছাগল খাওয়ার পর নিস্তেজ হয়ে পড়েছিল। সম্ভবত পাচনের সময় সে ঝোপের মধ্যে গুটিয়ে বিশ্রামে ছিল। বনকর্মীরা জানান, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ আছে এবং তাকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 7:31 PM IST