North Dinajpur News: শীতকালেও গাছে ফুটবে গোছা গোছা ফুল! হয়ে যাবেন মালামাল, লোকাল ভুলে লাগান এই প্রজাতির জবা

Last Updated:

শীতকালে লোকাল জবা নয়, চাষ করতে হবে এই ভ্যারাইটির জবা

+
জবা

জবা ফুল 

উত্তর দিনাজপুর: পুজোর ফুল হিসাবে জবার চাহিদার সারা বছর। বিভিন্ন পুজোতে এই ফুলের কুঁড়ি ও মালার বিশেষ চাহিদা থাকে। এই চাহিদাকে সামনে রেখে এখন অনেকেই জবা ফুল চাষ শুরু করেছেন। তবে যেকোনো জবা নয় পুণে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা চাষ করেই আসবে মোটা টাকা। লোকাল জবা যেখানে শীতকালে ফুল হতে চায় না, সেখানে পুনে ভ্যারাইটির এই জবা সারা বছর ফুল দেয়।
এই জবা যে কোনও মাটিতেই জন্মায়। তবে বেলে-দোঁয়াশ মাটি জবা ফুল চাষের পক্ষে উপযুক্ত। সার মিশিয়ে মাটি তৈরি করলে ভাল ফুল পাওয়া যায়। এই পুণে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা যেকোন সময় গাছ লাগাতে পারেন। গাছ বসানোর ক্ষেত্রে প্রতি সারিতে ৩-৪ মিটার অন্তর দেড় ঘন ফুট গভীর গর্ত করতে হবে। চারা লাগিয়ে গোড়ার মাটি চেপে দিতে হবে৷ জলও দিতে হবে প্রয়োজন মত। মাটির পাশাপাশি টবেও এই গাছ লাগানো যেতেই পারে৷ তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে টবটিতে যেন জল দাঁড়াতে না পারে৷ উপযুক্ত রোদ লাগে, এমন জায়গাতেই টবটি রাখতে হবে৷
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনে পাঁচ-ছ’ঘণ্টা রোদ থাকে, এমন জায়গায় জবা গাছ বসানোই সবচেয়ে ভাল৷ গাছে ফুল আসার সময়ে এই জবা গাছে পচা খোল সার, গোবর সার, হার গুঁড়ো দিলে গাছে প্রচুর ফুল আসবে।  এ জবা গাছের একটি ছোট চারা ৬০ টাকা থেকে ৭০ টাকা । আর বড় চারা ১০০/১২০ টাকা দামে বিক্রি হয়। এর ফুলও বিক্রি করা যায় নিত্যদিন। এভাবেই খুব সহজে জবা ফুল চাষ করে মোটা টাকা উপার্জন করতে পারেন।
advertisement
পিয়া গুপ্তা 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: শীতকালেও গাছে ফুটবে গোছা গোছা ফুল! হয়ে যাবেন মালামাল, লোকাল ভুলে লাগান এই প্রজাতির জবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement