Durga Puja Parikrama: বিশেষভাবে সক্ষমদের নিয়ে পুজো পরিক্রমা, অনন্য উদ্যোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Durga Puja Parikrama: বিশেষভাবে সক্ষম শিশুদের এই পুজোর দিনগুলি কাটত আর পাঁচটা দিনের মতন। এবার তাদের জন্যও নেওয়া হল বিশেষ উদ্যোগ।
উত্তর দিনাজপুর: দুর্গা পুজোর আনন্দে মেতেছে আপামর বাংলা। সকাল থেকেই প্যান্ডে প্যান্ডেলে উপচে পড়া দর্শনার্থীদের ভিড়। ঠাকুর দেখা থেকে খাওয়া দাওয়া উৎসবে মজে আট থেকে আশি। কিন্তু বিশেষভাবে সক্ষম শিশুদের এই পুজোর দিনগুলি কাটত আর পাঁচটা দিনের মতন। এবার তাদের জন্যও নেওয়া হল বিশেষ উদ্যোগ।
বন্ধুবান্ধব না থাকায় পুজোর দিন আর এমনি দিনের মধ্যে কোনও পার্থক্য ছিল না ওদের। বিশেষভাবে সক্ষম হওয়ায় আর পাঁচ জনের মতো মন্ডপে মন্ডপে আড্ডা কিংবা বন্ধুদের সঙ্গে হইহুল্লোর, জমিয়ে খাওয়া-দাওয়া করতে পারত না। এতদিন পুজোর দিনগুলোর আর পাঁচটা দিনের মতই কাটতো তাদের কাছে। তবে এই প্রথম বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের পুজোতে সামিল করতে অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের।
advertisement
আরও পড়ুনঃ Durga Puja 2024: টেক্কা দেবে বড় শিল্পীদেরও! কিশোরের হাতে তৈরি দুর্গা প্রতিমা অবাক করবে আপনাকে
advertisement
বিশ্ববিদ্যালয়ের সমদৃষ্টি ও অনুসন্ধান মণ্ডলের উদ্যোগে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে দুর্গাপূজা পরিক্রমা করার বিশেষ উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। ঠাকুর দর্শন করার পর অত্যন্ত আনন্দিত হয়ে তারা বলেন তাদের দারুণলাগলএই পুজো দেখে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2024 8:06 PM IST