Alipurduar News: পুজোর আগে সম্পূর্ণ বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ ভার্ণবাড়ি চা বাগানে 

Last Updated:

Alipurduar News: দুর্গা পুজোর আগেই সম্পূর্ণ বোনাস দিয়ে দিতে হবে, দুই কিস্তিতে বোনাস মানবেন না শ্রমিকরা, এই দাবিতেই বিক্ষোভ চরমে উঠল আলিপুরদুয়ার জেলার ভার্ণবাড়ি চা বাগানে।

বিক্ষোভ শ্রমিকদের 
বিক্ষোভ শ্রমিকদের 
আলিপুরদুয়ার: দুর্গা পুজোর আগেই সম্পূর্ণ বোনাস দিয়ে দিতে হবে। দুই কিস্তিতে বোনাস মানবেন না শ্রমিকরা। এই দাবিতেই বিক্ষোভ চরমে উঠল আলিপুরদুয়ার জেলার ভার্ণবাড়ি চা বাগানে। এদিন সকাল থেকে দেখা গেল চা বাগানে বোনাস নিয়ে শ্রমিক বিক্ষোভ।
সোমবার সকাল থেকে ভার্ণবাড়ি চা বাগানের শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে বাগানের কারখানা গেটের সামনে আন্দোলনে বসেন। শ্রমিকরা জানান,এবছর বোনাস বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভার্ণবাড়ি চা বাগানে ১৬% বোনাস দেওয়া হবে। কিন্তু মালিকপক্ষ থেকে জানানো হয়েছে এই ১৬% বোনাস দুই কিস্তিতে দেওয়া হবে। ১২% দূর্গা পুজোর আগে আর ৪% বোনাস ডিসেম্বর মাসে।
advertisement
এরপরেই অশান্তি চরমে ওঠে। শ্রমিকরা দুই কিস্তিতে বোনাস নিতে অনিচ্ছুক। তাদের দাবি ১৬% বোনাস দুর্গা পুজোর পূর্বে দিতে হবে। দুই কিস্তিতে বোনাস তারা নেবেনা। এই দাবিত শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনের পথ বেছে নেন।
advertisement
advertisement
প্রীতিশ চিক বড়াইক নামের এক শ্রমিক জানান,”পুজো বোনাসের মান রাখতে জানেনা মালিকপক্ষ। ডিসেম্বর মাসে কোনও দুর্গা পুজো হয় না। তখন বোনাস নিয়ে আমাদের হবে টা কি? আমরা এসব মানব না, পুরো বোনাস না দিলে কাজ বন্ধ থাকবে।”
Annanya Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: পুজোর আগে সম্পূর্ণ বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ ভার্ণবাড়ি চা বাগানে 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement