Protect Your Child: লেপার্ডের টার্গেট শিশুরা! কীভাবে বাঁচাবেন আপনার শিশুকে জানুন

Last Updated:

Protect Your Child: লেপার্ডের হানা বেড়ে চলেছে দিন প্রতিদিন। গবাদি পশু তো রয়েছে, বর্তমানে লেপার্ড আক্রমণ করছে শিশুদের। লেপার্ড-এর আক্রমন রুখতে রাত জাগছেন কালচিনি ও ফালাকাটা এলাকার মানুষেরা।

+
লেপার্ড

লেপার্ড

আলিপুরদুয়ার: লেপার্ডের হানা বেড়ে চলেছে দিন প্রতিদিন। গবাদি পশু তো রয়েছে, বর্তমানে লেপার্ড আক্রমণ করছে শিশুদের। লেপার্ড-এর আক্রমন রুখতে রাত জাগছেন কালচিনি ও ফালাকাটা এলাকার মানুষেরা।
বর্তমানে ফালাকাটা ও কালচিনি ব্লকে বেড়েছে লেপার্ডের হানা।নিজেদের শিশু গবাদি পশুকে রক্ষা করতে রাত জেগে পাহাড়া দিচ্ছে বন্ধ দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা। ফালাকাটাতেও দেখা যাচ্ছে এক পরিস্থিতি।কালচিনির সাঁতালি এলাকাতেও সন্ধ্যে হলে শিশুদের বাইরে বের হতে দেওয়া হয় না।
দুই ব্লকের বাসিন্দাদের কথায়, প্রায় প্রতিনিয়ত সন্ধ্যা হতেই চা বাগান এলাকাগুলিতে শ্রমিক মহল্লায় লেপার্ড প্রবেশ করছে। এলাকার বাসিন্দাদের ছাগল, বাছুর সহ গবাদি পশু টেনে নিয়ে যাচ্ছে। বাসিন্দারা জানান, প্রায় আট মাস থেকে চলছে সমস্যা।এখন শিশুদের ওপর আক্রমণ করছে লেপার্ড। এখনও ওবধি এলাকা থেকে বহু মানুষের ছাগল, বাছুর টেনে নিয়ে গিয়েছে লেপার্ড।
advertisement
advertisement
এনিয়ে বনদফতরের কাছে শীঘ্র এলাকায় খাঁচা বাসিয়ে লেপার্ডকে খাঁচাবন্দী করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। দলসিংপাড়া বাগানটি নীল পাড়া রেঞ্জ-এর অন্তর্গত। বাগানে খাঁচা বসানো হয়েছে। এদিকে বাজি পটকা দেওয়া হয়েছে বাসিন্দাদের। এদিকে হ্যামিলটনগঞ্জ রেঞ্জ-এর তরফে আধিকারিক অঙ্কন নন্দী জানিয়েছেন, শিশুদের উচ্চতা কম হওয়ায় তাদের ওপর বেশি হানা দেয় লেপার্ড।বন দফতরের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবুও সজাগ থাকতে হবে অভিভাবকদের।বিকেল থেকেই ঘরে আটকে রাখতে হবে শিশুদের।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Protect Your Child: লেপার্ডের টার্গেট শিশুরা! কীভাবে বাঁচাবেন আপনার শিশুকে জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement