Siliguri News: এই ফুল চাষ করতে পারলেই মালামাল! বাড়ির ছাদেই ফুল ফোটানোর উপায় শিখে নিন 

Last Updated:

গ্রীন হাউজ বানিয়ে সেখানেই অর্কিড ফার্মিং এর কথা সাধারণত শোনা যায়। তবে খুবই সামান্য খরচায় এখন আপনি বাড়ির টবে সেই অর্কিড চাষ করতে পারবেন।

+
অর্কিড 

অর্কিড 

শিলিগুড়ি: ফুলের রাজ্যে অর্কিড এক অনন্য ফুল। এর খ্যাতি বিশ্বজোড়া। আকর্ষণীয় রং, বিভিন্ন ধরনের গড়ন, ফুলদানিতে দীর্ঘ স্থায়িত্বকাল ও সুগন্ধ এসব মিলে অর্কিড এখন সবার ওপরে। যে কারণে পৃথিবীর সব জায়গাতেই এর সমাদর। গ্রীন হাউজ বানিয়ে সেখানেই অর্কিড ফার্মিংয়ের কথা সাধারণত শোনা যায়।
তবে খুবই সামান্য খরচায় এখন আপনি বাড়ির টবে সেই অর্কিড চাষ করতে পারবেন। যে সকল অর্কিড আমাদের দেশের আবহাওয়ার জন্যে উপযুক্ত এবং আলো-ছায়া পরিবেশে বেড়ে উঠতে পারে এমন অর্কিড গাছ লাগানো যেতে পারে ঘরের বারান্দায় বা ছাদে।
advertisement
advertisement
অর্কিড সাধারনত দু ধরনের যথা এপিফাইটিক বা পরজীবি এবং টেরেস্ট্রিয়াল বা যেগুলো মাটিতে জন্মায়। তবে ঘরের বারান্দায় অর্কিড চাষের জন্য টেরেস্ট্রিয়াল অর্কিডই উপযুক্ত কারন এর চাষ বা পরিচর্যা করা সুবিধাজনক। নার্সারী থেকে গাছ কেনার আগে জেনে নিন সেই গাছ ঘরে চাষ করা যাবে কিনা।
কোন ধরণের অর্কিড গাছ লাগাবেন তা সম্পূর্নই আপনার পছন্দের উপর নির্ভর করে। তবে গাছ নির্বাচনের সময় মাথায় রাখতে হবে সেগুলোর যত্ন ও পরিচর্যা যেন আপনার জন্যে সহজ হয়। যে গাছে তাড়াতাড়ি ফুল ফোটে এবং যে সব অর্কিড ফুলের স্থায়িত্ব বেশিদিন সেগুলি নিতে পারেন। এই ক্ষেত্রে পরিচিত কারও সাহায্য নিতে পারেন যার নিজের অর্কিড বাগান আছে।
advertisement
শিলিগুড়িতে দার্জিলিং জেলার বিজনবাড়ি থেকে এসেছেন সুভেক্ষা রাই বলে একজন নার্সারি মালিক। দীর্ঘদিন ধরেই তারা অর্কিড প্রতিপালন করে আসছেন। তাঁর কথায়, দিন দিন মানুষের কাছে অর্কিড ফুলের আকর্ষণ বাড়ছে। খরচ যতটা করা হয় তার থেকে দ্বিগুণ দিন গুণ দামে বিক্রি হয় এই অর্কিড।
advertisement
তিনি বলেন, ” আমরা এক একটি অর্কিড প্রায় দেড় হাজার টাকা থেকে শুরু করে তিন চার হাজার টাকা পর্যন্ত দামেও বিক্রি করে থাকি।” তার কথায়, আজকাল বাজারে অর্কিডের জন্য বিশেষ ভাবে তৈরি আলাদা টব পাওয়া যায়। খুব সহজেই এই অর্কিড আপনার বাড়িতেও লাগাতে পারবেন। খরচ একেবারেই সামান্য কিন্তু লাভ প্রচুর।”
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: এই ফুল চাষ করতে পারলেই মালামাল! বাড়ির ছাদেই ফুল ফোটানোর উপায় শিখে নিন 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement