সন্দীপ ঘোষের পর এবার কি উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ? ভয়ঙ্কর অভিযোগে চিঠি বিভাগীয় প্রধানদের
- Published by:Debolina Adhikari
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
ডিন, সহকারী ডিনের পর এবার প্রিন্সিপাল! আগেই ডাক্তারি পড়ুয়ারা প্রশ্ন তুলেছিলেন। এবার অভিযোগ জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানরাও৷
শিলিগুড়ি: জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি ও আন্দোলনকে কেন্দ্র করে এমনিতেই তোলপাড় শহর কলকাতা-সহ সমগ্র রাজ্য৷ বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচার ও পরীক্ষায় ভুরি-ভুরি কারচুপির অভিযোগ আসছে৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও এই নিয়ে আগে বার বার অভিযোগ করা হয়েছিল৷
ডিন, সহকারী ডিনের পর এবার প্রিন্সিপাল! আগেই ডাক্তারি পড়ুয়ারা প্রশ্ন তুলেছিলেন। এবার অভিযোগ জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানরাও৷
advertisement
অধ্যক্ষের প্রতি অনাস্থা জানিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে চিঠি পাঠাতে চলেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা।
advertisement
অভিযোগ, কারচুপি করে বাছাই করা পড়ুয়ার নম্বর বাড়ানো হয়েছিল মার্কশিটে। এই ঘটনা আগেও জানানো হয়েছিল৷ এই বিষয়ে আগেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট পাঠানো হয়৷
কিন্তু আজ অবধি কোনও তদন্ত শুরু হয়নি। ঘটনায় প্রশ্ন তুলে সরব হয়েছেন মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধানেরা। অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
advertisement
ঘটনা প্রসঙ্গে চিকিৎসক পার্থ সারথী সরকার জানান, সামনেই ফের পরীক্ষা। অধ্যক্ষ পদে থাকলে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্ভব কি না সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। আরও দাবি জানান, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হোক। তিনি জানান এই সময়কালে তার উচিত পদ থেকে সরে দাঁড়ানো।
যদিও সামগ্রিক ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অধ্যক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2024 2:41 PM IST