সন্দীপ ঘোষের পর এবার কি উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ? ভয়ঙ্কর অভিযোগে চিঠি বিভাগীয় প্রধানদের

Last Updated:

ডিন, সহকারী ডিনের পর এবার প্রিন্সিপাল! আগেই ডাক্তারি পড়ুয়ারা প্রশ্ন তুলেছিলেন। এবার অভিযোগ জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানরাও৷

অধ্যক্ষের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের  বিভাগের বিভাগীয় প্রধানেরা।
অধ্যক্ষের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বিভাগের বিভাগীয় প্রধানেরা।
শিলিগুড়ি: জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি ও আন্দোলনকে কেন্দ্র করে এমনিতেই তোলপাড় শহর কলকাতা-সহ সমগ্র রাজ্য৷ বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচার ও পরীক্ষায় ভুরি-ভুরি কারচুপির অভিযোগ আসছে৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও এই নিয়ে আগে বার বার অভিযোগ করা হয়েছিল৷
ডিন, সহকারী ডিনের পর এবার প্রিন্সিপাল! আগেই ডাক্তারি পড়ুয়ারা প্রশ্ন তুলেছিলেন। এবার অভিযোগ জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানরাও৷
advertisement
অধ্যক্ষের প্রতি অনাস্থা জানিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে চিঠি পাঠাতে চলেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা।
advertisement
অভিযোগ, কারচুপি করে বাছাই করা পড়ুয়ার নম্বর বাড়ানো হয়েছিল মার্কশিটে। এই ঘটনা আগেও জানানো হয়েছিল৷ এই বিষয়ে আগেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট পাঠানো হয়৷
কিন্তু আজ অবধি কোনও তদন্ত শুরু হয়নি। ঘটনায় প্রশ্ন তুলে সরব হয়েছেন মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধানেরা। অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
advertisement
ঘটনা প্রসঙ্গে চিকিৎসক পার্থ সারথী সরকার জানান, সামনেই ফের পরীক্ষা। অধ্যক্ষ পদে থাকলে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্ভব কি না সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। আরও দাবি জানান, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হোক। তিনি জানান এই সময়কালে তার উচিত পদ থেকে সরে দাঁড়ানো।
যদিও সামগ্রিক ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অধ্যক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সন্দীপ ঘোষের পর এবার কি উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ? ভয়ঙ্কর অভিযোগে চিঠি বিভাগীয় প্রধানদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement