Cleaning Tips: রান্নাঘরের বেসিনে জল জমছে? মাত্র পাঁচ টাকায় ফেললেই পরিষ্কার পাইপের আবর্জনা
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
সিঙ্ক পরিষ্কার করা সহজ নয়৷ অনেক সময়তেই পাইপ খুলে তা থেকে বর্জ্র পাদার্থ বের করে নেওয়া একটা দীর্ঘ প্রক্রিয়া৷ তবে তিনটে ঘরোয়া জিনিস ব্যবহার করেও এই সমস্যার সমাধান সম্ভব৷
advertisement
advertisement
রান্নাঘরে বেকিং সোডা নিশ্চয়ই রয়েছে৷ পরিষ্কার করার জন্য অব্যর্থ এই বস্তুটি৷ বেকিং সোডা পাইপে আটকে থাকা ময়লা দূর করতে পারে৷ এর জন্য ২ চা-চামচ বেকিং সোডার মধ্যে ১ চা-চামচ ভিনিগার যোগ করুন৷ এর সঙ্গে সামান্য সামান্য জল মেশান৷ এবার মিশ্রণটি সিঙ্কে ঢেলে দিন৷ একটা রাবারের স্টপ দিয়ে বন্ধ করুন৷ ১০ মিনিট পর গরম জল ঢেলে দিন৷ জলটি সিঙ্কের ড্রেনেজে ঢেলে দিন৷ তারপর বেসিনের কল চালু করে দিলেই সব ময়লা ধুয়ে যাবে৷
advertisement
advertisement