Teacher's Mysterious Death: বাজারে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন, বাংলাদেশ সীমান্তে মিলল দেহ! শিক্ষকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য!

Last Updated:

Teacher's Mysterious Death: বাজারে যাচ্ছেন জানিয়ে বাড়ি ফিরল কফিনবন্দি দেহ! শিক্ষকের রহস্যমৃত্যুর কারণ খুঁজছে পুলিশ!

+
বাজারে

বাজারে গিয়ে ৩ দিন নিখোঁজ! সীমান্তে আত্রেয়ীর জলে ভেসে এল শিক্ষকের ক্ষতবিক্ষত দেহ নিখোঁজ শিক্ষকের দেহ! উদ্ধার

দক্ষিণ দিনাজপুর: বাজারে যাচ্ছেন জানিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন, তার পর কিন্তু তিনদিন ধরে নিখোঁজ! অবশেষে ফিরল তাঁর দেহ! বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক সুকান্ত চক্রবর্তী। হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁর বন্ধুবান্ধব পোস্ট করতে থাকেন। পরিবারের তরফ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু কোন জায়গা থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তের ভিতর আত্রেয়ী নদী থেকে একটি অজ্ঞাত পরিচয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। যাকে ঘিরে তুমুল হুলুস্থুল পরিস্থিতি সীমান্তে। তবে, নিখোঁজ এই শিক্ষকের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবার সদস্যদের প্রথম থেকে দাবি ছিল, এই শিক্ষকের মৃত্যু স্বাভাবিক নয়, এমনকি আত্মহত্যা করার মত তাঁর কোন রকম আচরণ ছিল না। অবশ্য বিগত কয়েক বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে।
advertisement
আরও পড়ুন- বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থ্রেট কালচারের ‘শিকার’ স্নাতকোত্তরের ছাত্রী? কী হয়েছে তাঁর সঙ্গে? অভিযোগে চাঞ্চল্য! 
তারপর থেকে অনিয়ন্ত্রিত জীবন যাপন করছিলেন তিনি। এমনকি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে পরিবার সূত্রে খবর। জানা গেছে, বিদেশ দফতরের মাধ্যমে বাংলাদেশ নওগাঁ ডিস্ট্রিক্ট এর পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানা যায় উদ্ধার হওয়া মৃতদেহ সুকান্ত চক্রবর্তীর। ভাতশালার ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে ফ্ল্যাগ মিটিং হয়। এরপর কফিনবন্দি মৃতদেহ তুলে দেওয়া হয় বিএসএফ আধিকারিকদের হাতে। শেষ পর্যন্ত দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতা এবং বালুরঘাট থানার পুলিশের তত্ত্বাবধানে শুক্রবার সুকান্ত চক্রবর্তীর মৃতদেহ হস্তান্তর করা হয়। তবুও কি কারণে এই প্রাথমিক শিক্ষকের মৃত্যু হল তা খতিয়ে দেখতে অনুরোধ করেছে পুলিশকে তাঁর পরিবারের পক্ষ থেকে।
advertisement
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Teacher's Mysterious Death: বাজারে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন, বাংলাদেশ সীমান্তে মিলল দেহ! শিক্ষকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement