প্রাথমিকে নিয়োগপত্র না পেয়ে বিক্ষোভ রায়গঞ্জে
Last Updated:
এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে উত্তেজনা ৷
#রায়গঞ্জ: এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে উত্তেজনা ৷ দিনাজপুরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চত্বরে মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়েন প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা ৷ অনিয়মের অভিযোগে ঘেরাও করে রাখা হয় চেয়ারম্যানকে ৷ ব্যাহত প্রক্রিয়া ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসে ঘটনাস্থলে ৷
প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অভিযোগ, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও শিক্ষকপদে নিয়োগপত্র দেওয়ার বদলে প্যারাটিচার কোটায় নিয়োগ করা হচ্ছে ৷ নতুন করে যাচাই করা হচ্ছে শংসাপত্রের নথি ৷ শিক্ষকপদের জন্য আবেদন করে পাশ করার পরও প্যারাটিচার পদে নিযুক্তিকরণে প্রবল ক্রুদ্ধ পরীক্ষার্থীরা ৷
নিয়োগ নিয়ে একের পর এক অস্বচ্ছতার অভিযোগে জেরবার প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ যদিও সংসদের তরফে শিক্ষকপদের আবেদনকারীকে প্যারাটিচারের নিয়োগপত্র দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পর্ষদ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2017 3:55 PM IST