বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল প্রাথমিক স্কুল! কাঠগড়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Primary School Demolished: এই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫২ বছর পুরনো বলে খবর
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ! আলিপুরদুয়ার ১ ব্লকের সোনাপুর চৌপথি লাগোয়া চকচকা সূর্য সেন বিদ্যাপীঠ এদিন ভেঙে দেওয়া হয়। এই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫২ বছর পুরনো বলে খবর।
এদিন স্কুল ভেঙে দেওয়ার পর বিদ্যালয়ের বিল্ডিংয়ের ইট ও অন্যান্য জিনিস লুটপাট করে নিতে দেখা যায় স্থানীয়দের। পরে পুলিশ এসে সেই লুটপাট বন্ধ করে।
আরও পড়ুনঃ পকসো সহ একাধিক ধারায় মামলা! এগরার ‘সেই’ শিক্ষকের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ
সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ চলছে। চার লেনের এই জাতীয় সড়ক নির্মাণ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তা নির্মাণের কারণে এই স্কুল বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্তারা কোনও মন্তব্য করছেন না।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, ‘আমাদের কোনও নোটিশ না দিয়েই এদিন সন্ধ্যার আগে স্কুল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্কুলের জিনিসপত্র লুটপাট হচ্ছে। পরে পুলিশে জানালে পুলিশ এসে লুটপাট বন্ধ করে। সোমবার থেকে ছাত্র ছাত্রীদের কোথায় পড়াব তাই নিয়ে দুশ্চিন্তায় আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 10:03 PM IST