North Dinajpur News: ইউনিভার্সিটিকে টেক্কা! হাইস্কুলে যাওয়া পড়ুয়াদের জন্য বিরাট সমাবর্তন প্রাথমিক স্কুলে
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
ইউনিভার্সিটির মত সমাবর্তনের আয়োজন হল প্রাথমিক স্কুলে
উত্তর দিনাজপুর: ২০২৪ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির যে সকল ছাত্র-ছাত্রীরা প্রথম বিদ্যালয়ের গণ্ডি পার করে হাই স্কুলে চলে যাবে তাদের জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় সমাবর্তন অনুষ্ঠানের। এই সমাবর্তন অনুষ্ঠানের চতুর্থ শ্রেণীর ১২০ জন ছাত্রীকে গ্রাজুয়েশন হ্যাট, গার্মেন্ট, ট্রফি, মেডেল, ব্যাগ, খাতা, পেন দেওয়া হয়। এই সমাবর্তন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের যেমন স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের পুরস্কার দেওয়া হয়, তেমনই খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য দেওয়া হয় বিভিন্ন ধরনের ট্রফি।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সারা বছর পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান যেমন রাখে তেমনই সায়েন্স এক্সিবিশনে ও অসামান্য দক্ষতার পরিচয় জন্য তাদেরকে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। শুধু স্টুডেন্ট অফ দ্য ইয়ার নয়, এদিন সমাবর্তন অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় অভিভাবকদেরও। এছাড়াও বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষকরা এদিন ভাষণ দেন, শেষে বাই বাই এভরিবডি গানের তালে সমবেত নাচ যা ছিল চোখে পড়ার মত। সমস্ত ছাত্র ছাত্রীরা চোখের জলে বিদ্যালয়কে বিদায় জানায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের পক্ষ থেকেও তাদের জন্য এদিন মিড ডে মিলে মাংস ভাতের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন, “বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষা লাভের পর যেভাবে সংবর্ধনা দেওয়া হয় আমরাও সেভাবেই বাচ্চাদের জন্য সমাবর্তন অনুষ্ঠানের ব্যবস্থা করেছি।” একদিকে সরকারি স্কুলের পরিকাঠামো নিয়ে যখন প্রায়শই বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায়। ঘরভাঙ্গা, শিক্ষক নিয়ে কিংবা পড়ুয়াদের অভাব ইত্যাদি। তবে এরই মধ্যে জেলায় অনন্য নজির সৃষ্টি করেছে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়। ৯১ বছরে পা দেওয়া এই বিদ্যালয় জেলার অন্যতম সেরা। এখানে রয়েছে ৬৫৪ জন পড়ুয়া ও ১৯ জন শিক্ষক।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2024 2:55 PM IST








