North Dinajpur News: মোবাইল ফোন হারিয়ে গেছে? কী করলে হারানো মোবাইল পাওয়া সম্ভব জানেন?
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
North Dinajpur News: মোবাইল হারিয়ে গেলে সেই মোবাইল ফোন অবশ্যই পাওয়া সম্ভব। এর জন্য মোবাইল হারিয়ে গেলে অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে হবে।
উত্তর দিনাজপুর: মোবাইল ফোন হারিয়ে গেছে? কিভাবে রাখবেন সুরক্ষিত আপনার ফোন? হারিয়ে যাওয়া মোবাইল আদৌ কি উদ্ধার করা সম্ভব? ডিজিটাল প্রযুক্তির যুগে এখন বাড়ি বসে আমরা মোবাইল মারফত ইলেকট্রিক বিল, ট্যাক্স জমা দেওয়া থেকে শপিং সমস্ত কিছুই মোবাইলের পেমেন্ট অ্যাপগুলোর মাধ্যমে দিয়ে থাকি। কিন্তু একবার ভেবে দেখেছেন আপনার মোবাইল ফোনটি চুরি হয়ে গেলে এইসব পেমেন্ট সংক্রান্ত তথ্য এ ছাড়া আপনার প্রাইভেসিও নষ্ট হয়।
তাই ফোন হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে ফিরে পাওয়ার আগে অবশ্যই ফোনটিতে প্রথমেই সিম লক করে দেওয়া উচিত। এর জন্য মোবাইল ফোন হারিয়ে গেলে প্রথমেই আপনার অপারেটর সার্ভিস এ ফোন করে সিম লক করে দিতে হবে। চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। এছাড়া মোবাইলে সব সময় পাসওয়ার্ড দিয়ে রাখুন যাতে আপনার ফোন অন্য কারো হাতে গেলে সে ব্যবহার করতে না পারে।
advertisement
advertisement
মোবাইল হারিয়ে গেলে সেই মোবাইল ফোন অবশ্যই পাওয়া সম্ভব। এর জন্য মোবাইল হারিয়ে গেলে অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে হবে। ফোনের আই এম আই নম্বর, ফোনে ব্যবহৃত সিমের নম্বর প্রভৃতি উল্লেখ করতে হবে। এছাড়া ফোন ক্রয়ের রশিদ, সিম রেজিস্ট্রেশনের ডকুমেন্ট ইত্যাদির কপি দিতে হবে। এরপর ডিউটিরত অফিসার আবেদনকারী কে একটি জিডি নম্বর প্রদান করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি মোবাইলটির আইএমআই নম্বর দিয়ে ট্যাগ করে সেটটি উদ্ধার করার চেষ্টা করবেন। পরবর্তী সময়ে মোবাইল ফোনটি খুজে পাওয়া গেলে ওসির মাধ্যমে আবেদনকারী তা ফেরত পাবেন। এই সেবা পুলিশের সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন গ্রাহকরা।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2024 7:56 PM IST









