আজব কাণ্ড! জেনারেটর থাকলেও নেই তেল! ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলছে হাসপাতালের কাজ

Last Updated:

বিদ্যুৎ চলে যেতেই অন্ধকারে ডুবে যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্র।জেনারেটর থাকলেও তেল না থাকায় তার ব্যবহার করা যায়নি ফলে বাধ্য হয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাসপাতালের কাজকর্ম সারতে হচ্ছে নার্সদের। বেহাল দশা নিয়ে উঠছে প্রশ্ন।

+
বিদ্যুৎবিহীন

বিদ্যুৎবিহীন স্বাস্থ্যকেন্দ্র

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : অন্ধকারে ডুবে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। জেনারেটর থাকলেও তেল না থাকায় তার ব্যবহার করা যায়নি। সেই স্বাস্থ্যকেন্দ্রেরই বেডে শুয়ে রোগী থেকে সদ্যোজাত শিশুরা। পাশেই ঘেমে ভিজে পাখা দিয়ে হাওয়া করছে সদ্যোজাত শিশুর বাবা। বিদ্যুৎ না থাকায় পাশের ঘরেই বাধ্য হয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাসপাতালের কাজকর্ম সারতে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের নার্সদের। এ দিন রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমনই বেহাল দৃশ্য উঠে এল।
হাসপাতালের ভিতরে অন্ধকার দেখে স্থানীয় কয়েকজন ভিতরে ঢুকে মোবাইল ফোনে ভিডিও তোলেন বলে দাবি। সেই ভিডিওর ভিত্তিতেই প্রকৃত চিত্রটি সামনে আসে এবং তা ভাইরাল হয়। এই বিষয়ে নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি লোকাল ১৮ বাংলা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১০ টি বেড রয়েছে।
advertisement
advertisement
এ দিকে ওই ভিডিওতে শুরুতেই দেখা যাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ঘুটঘুটে অন্ধকার। ভেতরে ঢোকার পরেই দেখা যাচ্ছে, বহির্বিভাগ, লেবার রুমের সামনে অন্ধকার। তার মধ্যে একজন প্রসূতি রোগীও ছিল। তাঁর পাশেই শুয়ে সদ্যোজাত শিশু ছিল। ওই সদ্যোজাতের বাবা পাশে দাঁড়িয়ে ঘেমে ভিজে পাখা দিয়ে মা ও সন্তানকে হাওয়া দিচ্ছে।
advertisement
এ বিষয়ে ওই সদ্যোজাতের বাবা বলেন, “ঘন্টা তিনেক ধরে বিদ্যুৎ নেই। এভাবেই গরমের মধ্যে দাঁড়িয়ে হাওয়া দিচ্ছি। উপায় নেই বলেই বাধ্য হয়েই রোগীকে রাখতে হচ্ছে।”
এই চিত্র সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর হাল নিয়ে প্রশ্ন তোলেন তিনি।এরপরেই পোস্টটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। তবে, তিন ঘণ্টা কেন স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ ছিল না তা তদন্ত করে দেখা হবে বলে জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আজব কাণ্ড! জেনারেটর থাকলেও নেই তেল! ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলছে হাসপাতালের কাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement